সুন্দরবন TV
গোসাবায় নদীতে পড়ে ভোট কর্মীর মৃত্যু
নিজস্ব প্রতিনিধি| গোসাবা|সোমবার সকালে এক ভোট কর্মীর মৃত দেহ উদ্ধার করে পুলিশ।মৃত ভোট কর্মীর নাম ভোলানাথ হাজরা(৫৫)।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা থানার রাঙ্গাবেড়িয়ে এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে কলকাতার তারাতলার বাসিন্দা ভোলানাথ হাজারা সপ্তদশ লোকসভা নির্বাচনে ভোটের ডিউটি পড়ে জগনগর লোকসভা কেন্দ্রের গোসাবার আমতলি পুৃঁইনজালি হাইস্কুলের ১০৮ নম্বর বুথে।গত ১৯ মে শেষ দফা ভোট শেষ করে ভোট কর্মী ভোলানাথ হাজরা লঞ্চে করে রাতে বাড়ি ফিরছিল।লঞ্চটি যখন বিদ্যাধরী নদী পাড়ি দিচ্ছে সেই সময় হঠাৎই লঞ্চ থেকে নদীতে পড়ে যায় ভোট কর্মী ভোলানাথ হাজরা।লঞ্চে থাকা বাকী ভোট কর্মীরা দেখতে পেয়ে চিৎকার করতে থাকে।
চিৎকার শুনে লঞ্চের সারেঙ্গ নদীতে ঝাঁপিয়ে পড়ে উদ্ধার করে ভোট কর্মী ভোলানাথ হাজরাকে।তাকে উদ্ধার করে গোসাবা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করে।খবর পেয়ে পুলিশ পরের দিন দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।তবে লঞ্চ থেকে কিভাবে পড়ে গেল নদীতে ভোট কর্মী এবং কি ভাবে মৃত্যু হল সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।খবর দেওয়া হয়েছে মৃতের পরিবারের সদস্যদের।পুলিশ জানান এক ভোট কর্মী ভোট করে রাতে লঞ্চে করে ফেরার সময় লঞ্চ থেকে নদীতে পড়ে মৃত্যু হয় এক ভোট কর্মীর।দেহটি উদ্ধার করা হয়েছে।তবে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।
গোসাবায় নদীতে পড়ে ভোট কর্মীর মৃত্যু
নিজস্ব প্রতিনিধি| গোসাবা|সোমবার সকালে এক ভোট কর্মীর মৃত দেহ উদ্ধার করে পুলিশ।মৃত ভোট কর্মীর নাম ভোলানাথ হাজরা(৫৫)।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা থানার রাঙ্গাবেড়িয়ে এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে কলকাতার তারাতলার বাসিন্দা ভোলানাথ হাজারা সপ্তদশ লোকসভা নির্বাচনে ভোটের ডিউটি পড়ে জগনগর লোকসভা কেন্দ্রের গোসাবার আমতলি পুৃঁইনজালি হাইস্কুলের ১০৮ নম্বর বুথে।গত ১৯ মে শেষ দফা ভোট শেষ করে ভোট কর্মী ভোলানাথ হাজরা লঞ্চে করে রাতে বাড়ি ফিরছিল।লঞ্চটি যখন বিদ্যাধরী নদী পাড়ি দিচ্ছে সেই সময় হঠাৎই লঞ্চ থেকে নদীতে পড়ে যায় ভোট কর্মী ভোলানাথ হাজরা।লঞ্চে থাকা বাকী ভোট কর্মীরা দেখতে পেয়ে চিৎকার করতে থাকে।
চিৎকার শুনে লঞ্চের সারেঙ্গ নদীতে ঝাঁপিয়ে পড়ে উদ্ধার করে ভোট কর্মী ভোলানাথ হাজরাকে।তাকে উদ্ধার করে গোসাবা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করে।খবর পেয়ে পুলিশ পরের দিন দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।তবে লঞ্চ থেকে কিভাবে পড়ে গেল নদীতে ভোট কর্মী এবং কি ভাবে মৃত্যু হল সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।খবর দেওয়া হয়েছে মৃতের পরিবারের সদস্যদের।পুলিশ জানান এক ভোট কর্মী ভোট করে রাতে লঞ্চে করে ফেরার সময় লঞ্চ থেকে নদীতে পড়ে মৃত্যু হয় এক ভোট কর্মীর।দেহটি উদ্ধার করা হয়েছে।তবে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।