সুন্দরবন TV
রায়দিঘীতে বিদ্যুৎতের তার ছিঁড়ে আগুনে ভষ্মীভূত বাড়ি
নিজস্ব প্রতিনিধি | রায়দিঘী|শুক্রবার সকালে ঝড় বৃষ্টিতে হঠাৎই রাস্তার ইলেকট্রিক তার ছিঁড়ে বাড়ির উপরে পড়লে আগুন লেগে ভষ্মীভূত হয়ে যায় বাড়ি এবং ধানের গাদা।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘী থানার নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের মোহম্মদনগর গ্রামীণ এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে মোহম্মদনগর গ্রামীণ এলাকার বাসিন্দা গৌতম হুদাই প্রায় ৭ বছর দিল্লীতে থেকে দিন মজুরিরি কাজ করে এলাকায় ঘর ও কিছুটা ধানের জমি করে সে।তার দুই ছেলে।স্ত্রী ও বড় ছেলেকে নিয়েএ দিন মজুরির কাজ করে যা আয় হয় তা থেকে ছোট ছেলেকে নরেন্দ্র পুর স্কুলের অষ্টম শ্রেণীতে পাঠরত স্কুলের হোস্টেলে থেকে পড়াশুনা করাচ্ছে।
গৌতম হুদার তার ঘর ও ধান জমি দেখভাল করে তারই ছোট ভাই।এদিকে ফনীর দাপট আসছে দেখে ছোট ভাই লোকজন নিয়ে ধান তুলে ঘরের পাশেই গাদা দিয়ে ছিল গত ২ মে।পরের দিন সকালে হঠাৎই ঝড় বৃষ্টিতে বাড়ির পাশ দিয়ে যাওয়া বিদ্যুৎতের তার হাওয়াতে ছিঁড়ে ঘরের উপরে উপরে পড়ে আগুন লেগে যায় বাড়িতে।স্থানীয় মানুষজন দেখতে পেয়ে ছুটে এসে জল দিয়ে আগুন নেভাবার চেষ্টা করলেও হাওয়ার গতি জোর থাকায় নিমেষের মধ্যে বাড়িটি ভষ্মীভূত হয়ে যায় আগুনে।এমনকি বাড়ির মধ্যে থাকা এলইডি টিভি, ফ্রিজ, আসবাপত্র, জলের মেশিন ধানের গাদা আগুনে পুড়ে ছাই হয়ে যায়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে রায়দিঘি থানা বিশাল পুলিশ বাহিনী।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।এদিকে খবর পেয়ে পরিবারের সদস্যরা হতাশ হয়ে পড়ে।পুলিশ জানান হঠাৎই ঝড় বৃষ্টি উঠলে ইলেকট্রিক তার ছিঁড়ে বাড়ির উপর পড়লে বাড়িটি আগুনে ভষ্মীভূত হয়ে যায়।তবে কি ভাবে ঘটনাটি ঘটল সে বিষয়ে গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।
রায়দিঘীতে বিদ্যুৎতের তার ছিঁড়ে আগুনে ভষ্মীভূত বাড়ি
নিজস্ব প্রতিনিধি | রায়দিঘী|শুক্রবার সকালে ঝড় বৃষ্টিতে হঠাৎই রাস্তার ইলেকট্রিক তার ছিঁড়ে বাড়ির উপরে পড়লে আগুন লেগে ভষ্মীভূত হয়ে যায় বাড়ি এবং ধানের গাদা।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘী থানার নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের মোহম্মদনগর গ্রামীণ এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে মোহম্মদনগর গ্রামীণ এলাকার বাসিন্দা গৌতম হুদাই প্রায় ৭ বছর দিল্লীতে থেকে দিন মজুরিরি কাজ করে এলাকায় ঘর ও কিছুটা ধানের জমি করে সে।তার দুই ছেলে।স্ত্রী ও বড় ছেলেকে নিয়েএ দিন মজুরির কাজ করে যা আয় হয় তা থেকে ছোট ছেলেকে নরেন্দ্র পুর স্কুলের অষ্টম শ্রেণীতে পাঠরত স্কুলের হোস্টেলে থেকে পড়াশুনা করাচ্ছে।
গৌতম হুদার তার ঘর ও ধান জমি দেখভাল করে তারই ছোট ভাই।এদিকে ফনীর দাপট আসছে দেখে ছোট ভাই লোকজন নিয়ে ধান তুলে ঘরের পাশেই গাদা দিয়ে ছিল গত ২ মে।পরের দিন সকালে হঠাৎই ঝড় বৃষ্টিতে বাড়ির পাশ দিয়ে যাওয়া বিদ্যুৎতের তার হাওয়াতে ছিঁড়ে ঘরের উপরে উপরে পড়ে আগুন লেগে যায় বাড়িতে।স্থানীয় মানুষজন দেখতে পেয়ে ছুটে এসে জল দিয়ে আগুন নেভাবার চেষ্টা করলেও হাওয়ার গতি জোর থাকায় নিমেষের মধ্যে বাড়িটি ভষ্মীভূত হয়ে যায় আগুনে।এমনকি বাড়ির মধ্যে থাকা এলইডি টিভি, ফ্রিজ, আসবাপত্র, জলের মেশিন ধানের গাদা আগুনে পুড়ে ছাই হয়ে যায়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে রায়দিঘি থানা বিশাল পুলিশ বাহিনী।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।এদিকে খবর পেয়ে পরিবারের সদস্যরা হতাশ হয়ে পড়ে।পুলিশ জানান হঠাৎই ঝড় বৃষ্টি উঠলে ইলেকট্রিক তার ছিঁড়ে বাড়ির উপর পড়লে বাড়িটি আগুনে ভষ্মীভূত হয়ে যায়।তবে কি ভাবে ঘটনাটি ঘটল সে বিষয়ে গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।