জয়নগর কেন্দ্রে রাজ্যর মুখ্যমন্ত্রীর জোড়া নির্বাচনী জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে

সুন্দরবন TV

জয়নগর কেন্দ্রে রাজ্যর মুখ্যমন্ত্রীর জোড়া নির্বাচনী জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে


নিজস্ব প্রতিনিধি | ক্যানিং|আজ রবিবার দক্ষিণ ২৪ পরগনার জয়নগর(এসসি) লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রতিমা মন্ডলের সমর্থনে জয়নগর লোকসভা কেন্দ্রে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া নির্বাচনী জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে।রাজনৈতিক সূত্রে জানা গিয়েছে এদিন দুপুর ১২ টায় বাসন্তী বিধানসভা কেন্দ্রের সোনাখালিতে প্রথম নির্বাচনী জনসভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি হেলিকপ্টারে আসবেন।এখানে জনসভা করে তারপর দুপুর ১ টায় ক্যানিং স্পোর্টস কমপেক্স মাঠে আর একটি নির্বাচনী জনসভা করবেন জয়নগর(এসসি) লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রতিমা মন্ডলের সমর্থনে।ফলে একই কেন্দ্রে রাজ্যের মুখ্যমন্ত্রীর জোড়া নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে প্রস্তুতি তুঙ্গে।এই কেন্দ্রে নির্বাচন আগামী ১৯ মে।

এবার জয়নগর(এসসি) লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী আশোক কান্ডারি,আরএসপি সুভাষ নস্কর, কংগ্রেসের তপন মন্ডল,তৃণমূল কংগ্রেসের প্রতিমা মন্ডল।রাজনৈতিক বিশেষজ্ঞ মতামত সপ্তদশ লোকসভা নির্বাচনে চতুর্থমুখী লড়াই হলেও মূলত বামফ্রন্টের প্রার্থী সঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রার্থী লড়াই হবে।বিগত সময়ে জয়নগর কেন্দ্রটি ছিল লালদুর্গ হিসাবে।তবে ২০১১ সালের পর থেকে লালদুর্গ ভাঙ্গতে ভাঙ্গতে সবুজ দুর্গে পরিণত হয়েছে।২০১৪ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে থেকে জয়ী হয় তৃনমূল কংগ্রেসের প্রার্থী প্রতিমা মন্ডল আরএসপি প্রার্থীকে পরাজয় করে।আর তৃতীয় স্থানে ছিল বিজেপি প্রার্থী।এবারের লোকসভা নির্বাচনে জয়নগর (এসসি) লোকসভা কেন্দ্রে ভোটার সংখ্যা ১৬,৪৫,২০৩ জন।পোলিং স্টেশন ১৮১০ টি।ক্যানিং পূর্ব ও পশ্চিম,বাসন্তী, গোসাবা,কুলতলি,জয়নগর,মগরাহাট পশ্চিম বিধানসভা গুলি নিয়ে জয়নগর(এসসি) লোকসভাটি গঠিত।এদিকে এই কেন্দ্রে মুখ্যমন্ত্রীর নির্বাচনী জনসভা ঘিরে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচার তুঙ্গে।এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচনী জনসভা থেকে কি বার্তা দেয় তা শোনার জন্য অধিরাজ্য অপেক্ষায় ক্যানিং মহকুমাবাসী তথা জয়নগর লোকসভা কেন্দ্রের অধিবাসীবৃন্দ।এদিকে মুখ্যমন্ত্রীর নির্বাচনী জনসভা ঘিরে কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে রাখা হয়েছে।ক্যানিং-১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শৈবাল লাহিড়ী বলেন জয়নগর (এসসি) লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রতিমা মন্ডলের সর্মথনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জনসভা ঘিরে সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে।এই লোকসভা কেন্দ্রে তিনি প্রথমে দুপুর ১২ টায় বাসন্তী সোনাখালিতে জনসভা করবে।তারপর ওখান থেকে তিনি ক্যানিং স্পোর্টস কমপেক্স মাঠে আর একটি জনসভা করবেন দুপুুর ১ টায়।তিনি হেলিকপ্টারে আসবেন।রাজ্যের মুখ্যমন্ত্রীর জোড়া নির্বাচনী জনসভাকে কেন্দ্রে করে পুলিশ প্রশাসন সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন