ফণীর তান্ডবে বিদ্ধস্ত বাসন্তী ব্লকের বিভিন্ন গ্রাম

সুন্দরবন TV

ফণীর তান্ডবে বিদ্ধস্ত বাসন্তী ব্লকের বিভিন্ন গ্রাম


 বিনয় ভকত

বাসন্তী| পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় ফনীর তান্ডবে তছনছ বহু এলাকা। প্রত্যন্ত সুন্দরবনের বহু এলাকায় শুক্রবার সারা রাত দাপিয়ে বেড়িয়েছে ফণী। বৃষ্টি আর ঝড়ের গতিতে ক্ষতিগ্রস্ত গ্রামের পর গ্রাম। বহু ঘরের খড়ের ছাউনি উড়েছে, কাঁচা মাটির দেয়াল পড়ে আশ্রয়হীন কয়েকশ মানুষ। ছন্দহীন হয়ে পড়েছে সাধারণ মানুষের  জনজীবন। দিশেহারা সুন্দরবন বাসী। এমতাবস্থায় দক্ষিন ২৪ পরগণা জেলার  বাসন্তী ব্লকের অসহায় মানুষের পাশে দাঁড়ালেন ফুলমালঞ অঞ্চল প্রধান ইউসুব মোল্লা।শনিবার ভোরের আলো ফোটার সাথে সাথেই জন কয়েক সাথীদের নিয়ে ছুটে গেলেন স্হানীয় ফুল মালঞ্চ ঋতু ভকত হাই স্কুলে। স্কুলে আশ্রয় নেয়া কয়েকশ মানুষের খোঁজ নিলেন।

নগদ টাকা, চাল দিয়ে তাদের খাবারেরও ব্যবস্থা করলেন। এরপর ছুটলেন নারায়নতলা রামকৃষ্ণ বিদ্যা মন্দির,পানিখালি বাজার ছাউনি সহ এ এলাকার অন্যান্য প্রাথমিক বিদ্যালয় ও ক্লাবের আশ্রয় শিবিরে।
সারা রাত জেগে আতঙ্কিত মানুষজন প্রধানকে পেয়ে আনন্দে আপ্লুত। আশ্রয় শিবিরে থাকা সায়রা বানু,ভারতী নস্কর,দেবদাস দাস, কারিমা বিবিদের কথায় মাটির মানুষ প্রধান ইউসুব মোল্লাকে সময় অসময়ে পাশে পাওয়া যায়। ক্ষতিগ্রস্তদের সরকারী সবরকম সাহায্যের আশ্বাস দেন অঞ্চল প্রধান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন