সুন্দরবন TV
ঢোলাহাটে ফনীর দাপটে দেওয়াল চাপা পড়ে জখম স্বামী স্ত্রী
ঢোলাহাট|শুক্রবার রাতে ফনীর দাপটে দেওয়াল চাপা পড়ে গুরুতর জখম হয় স্বামী স্ত্রী।জখমদের নাম সনজিৎ সরদার,লতা সরদার।তারা ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে চিকিৎসাধীন।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানার নীলেরহাট সরদারপাড়া গ্রামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে নীলেরহাট সরদারপাড়া গ্রামের বাসিন্দা সনজিৎ সরদার।এদিন রাতে ফনী ঘূর্ণিঝড় এবং বৃষ্টি শুরু হলে সনজিৎ সরদার এবং তার স্ত্রী ঘর সামলা ছিল।হঠাৎই ফনী ঘূর্ণিঝড়ের দমকা মারলে স্বামী স্ত্রী দুজনে ঘরের দেওয়াল চাপা পড়ে।তারা দুজনে চিৎকার করতে থাকলে তা কেউ শুনতে পায়নি ঝড়ের দাপটে।
ফলে প্রায় এক ঘন্টা ধরে লড়াই চালায় স্বামী স্ত্রী দেওয়াল চাপা থেকে বের হয়ে আসার জন্য।অবশেষে সনজিৎ সরদার হামা গুঁড়ি হামা গুঁড়ি দিয়ে কোনমতে বের হয়।সনজিৎ সরদারের বাড়ি থেকে একটু দূরে তার ভাইয়ের বাড়ি।সেখানে গিয়ে জখম সনজিৎ বললে তাদের পরিবারের সদস্যরা ছুটে আসে।খবর পেয়ে আসে স্থানীয় মানুষজন।তারা দুজনকে উদ্ধার করে গদামথুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্ত্তি করে।সেখানে দুজনের অবস্থা অবনতি হলে চিকিৎসকরা তাদের ডায়মন্ডহারবার হাসপাতালে স্থান্তরিত করে।সেখানে তারা চিকিৎসাধীন।এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।জখম সনজিৎ সরদার বলেন রাতে ঝড়বৃষ্টি শুরু হলে স্বামী স্ত্রী ঘর সামলাছিলাম।হঠাৎই ফনীর দাপটে ঘরের দেওয়াল ভেঙ্গে পড়ে দুজনের উপর।চিৎকার করলেও কেউ শুনতে পায়নি ঝড়ের দাপটে।কোনমতে বের হয়ে পাশে থাকা ভাইয়ের বাড়ি আমি গেলে তারা এসে উদ্ধার করে।ফনীর দাপটে সম্পূর্ণ ঘরবাড়ি ভেঙ্গে গেছে।জানিনা কিভাবে কি করবো।
ঢোলাহাটে ফনীর দাপটে দেওয়াল চাপা পড়ে জখম স্বামী স্ত্রী
ঢোলাহাট|শুক্রবার রাতে ফনীর দাপটে দেওয়াল চাপা পড়ে গুরুতর জখম হয় স্বামী স্ত্রী।জখমদের নাম সনজিৎ সরদার,লতা সরদার।তারা ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে চিকিৎসাধীন।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানার নীলেরহাট সরদারপাড়া গ্রামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে নীলেরহাট সরদারপাড়া গ্রামের বাসিন্দা সনজিৎ সরদার।এদিন রাতে ফনী ঘূর্ণিঝড় এবং বৃষ্টি শুরু হলে সনজিৎ সরদার এবং তার স্ত্রী ঘর সামলা ছিল।হঠাৎই ফনী ঘূর্ণিঝড়ের দমকা মারলে স্বামী স্ত্রী দুজনে ঘরের দেওয়াল চাপা পড়ে।তারা দুজনে চিৎকার করতে থাকলে তা কেউ শুনতে পায়নি ঝড়ের দাপটে।
ফলে প্রায় এক ঘন্টা ধরে লড়াই চালায় স্বামী স্ত্রী দেওয়াল চাপা থেকে বের হয়ে আসার জন্য।অবশেষে সনজিৎ সরদার হামা গুঁড়ি হামা গুঁড়ি দিয়ে কোনমতে বের হয়।সনজিৎ সরদারের বাড়ি থেকে একটু দূরে তার ভাইয়ের বাড়ি।সেখানে গিয়ে জখম সনজিৎ বললে তাদের পরিবারের সদস্যরা ছুটে আসে।খবর পেয়ে আসে স্থানীয় মানুষজন।তারা দুজনকে উদ্ধার করে গদামথুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্ত্তি করে।সেখানে দুজনের অবস্থা অবনতি হলে চিকিৎসকরা তাদের ডায়মন্ডহারবার হাসপাতালে স্থান্তরিত করে।সেখানে তারা চিকিৎসাধীন।এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।জখম সনজিৎ সরদার বলেন রাতে ঝড়বৃষ্টি শুরু হলে স্বামী স্ত্রী ঘর সামলাছিলাম।হঠাৎই ফনীর দাপটে ঘরের দেওয়াল ভেঙ্গে পড়ে দুজনের উপর।চিৎকার করলেও কেউ শুনতে পায়নি ঝড়ের দাপটে।কোনমতে বের হয়ে পাশে থাকা ভাইয়ের বাড়ি আমি গেলে তারা এসে উদ্ধার করে।ফনীর দাপটে সম্পূর্ণ ঘরবাড়ি ভেঙ্গে গেছে।জানিনা কিভাবে কি করবো।