ডায়মন্ডহারবারে রোড শো এ অভিষেক ব্যান্নার্জী

সুন্দরবন TV

ডায়মন্ডহারবারে রোড শো এ অভিষেক ব্যান্নার্জী


ডায়মন্ডহারবার|মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের দেওয়ানতলা মোড় থেকে গোবিন্দপুর মোড় পর্যন্ত রোড শো করলেন ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক ব্যান্নার্জী।এদিনের রোড শো এ মানুষের জন স্রোত ছিল চোখে পড়ার মতন।রোড শো শেষ করে তিনি একটি পথসভা করেন।পথ সভায় ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক ব্যান্নার্জী বলেন আগামী​ ১৯ মে এই কেন্দ্রে ভোট হবে।অথাৎ শেষ দফা ভোট।পরবর্তীকালে ২৩ মে ভোট বাক্স খুলবে।গত ৫ বছর উৎসর্গ করেছি আপনাদের কাছে।আপনারা যে ভালবাসা আমায় দিয়েছেন তা সারা জীবন আমি ঋণি হয়ে থাকবে।আমি যেখানে যায় না কেন আমার মস্তিষ্ক,হুিদয় এই ডায়মন্ডহারবারে পড়ে থাকে।তিনি আর বলেন আগে বলতাম ঘাসের উপর জোড়া ফুল বাংলা বাঁচাবে তৃণমূল।এবার বলি ঘাসের উপর জোড়া ফুল বিজেপি কে হটাবে তৃণমূল।ঘাসের উপর জোড়া ফুল,পদ্ম ফুল হবে নিমূল।ঘাসের উপর জোড়া ফুল,দেশ গড়বে তৃণমূল।ঘাসের উপর জোড়া ফুল,দেশ বাঁচাবে তৃণমূল।নরেন্দ্র মোদি আগামী দিনে ক্ষমতায় আসছে না।ডায়মন্ডহারবার কেন্দ্রে সিপিএম,কংগ্রেস,বিজেপি এক হয়ে একটা বুথে জিতে দেখান।পারবে না,তার কারণ উন্নয়ন।


ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক ব্যান্নার্জী বলেন যারা দুর্গা পুজো করছে যে ক্লাবগুলো, সেই গুলিতে মোদি,অমিত শাহ ইমকাম টাক্স লাগিয়ে দিচ্ছে।কারণ বাংলার মানুষকে পেটে মারতে হবে,জাতে মারতে হবে।বিজেপি প্রার্থী ভারতী ঘোষ কি বলছে,বাংলার মানুষ কুকুর বিড়াল।উত্তরপ্রদেশ থেকে ঢুকাবো টেনে টেনে হিজরে হিজরে মারবে।এত বড় সাহস।আমি বলি ভারতীদেবী মেদিনীপুরের লোকেরা ভালো।আপনি এত বড় কথা বলার পরেও এই জেলায় রেখে দিয়েছে।আপনি যদি ক্ষমতা থাকে আপনার ১২ তারিখ ভোট হবে,আপনি ১৩ থেকে ১৯ তারিখের মধ্যে ডায়মন্ডহারবারে পা রাখবেন,মানুষ বুঝিয়ে দেবে মানুষ কুকুর না বিড়াল।বাংলার মানুষকে কুকুুর বিড়াল যদি আপনি বলেন বাংলার মানুষ জবাব গণতান্ত্রিক ভাবে দিতে জানে।আমি সন্ত্রাসের কথা বলছি না।আমি সন্ত্রাস বিশ্বাস করি না।কিন্তু আপনি কে,আপনি নিজে একজন বাঙালি হয়ে বিজেপি লালসায় পড়ে আপনি বাংলার মানুষকে কুকুর বিড়াল বলছেন।এদিন তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন জননেত্রী মমতা ব্যান্নার্জীর কথায় সাড়া দিয়ে ৪২ এ ৪২ দিন,তিনি আপনাদের একটা নতুন ভারতবর্ষ দেবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন