কোনো শীর্ষক নেই

সুন্দরবন TV

সোনাখালীতে মুখ্যমন্ত্রীর জনসভা ঘিরে আগাম মাঠ পরিদর্শনে তৃণমূলের জেলানেতৃত্ব



বাসন্তী |সোমবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার সোনাখালির রামচন্দ্রখালির মাঠ পরিদর্শন করলেন জেলা তৃনমূল কংগ্রসের নেতৃত্বরা।যেহেতু আগামী ১২ মে জননেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন এই মাঠে আসছেন জনসভা করতে জয়নগর(এসসি) লোকসভা কেন্দ্রর তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রতিমা মন্ডলের সমর্থনে।ফলে এদিন মাঠ পরিদর্শন করেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তথা জেলা তৃণমূলের সভাপতি​ শুভাশিস চক্রবর্তী,ক্যানিং পূর্ব কেন্দ্রের বিধায়ক তথা জেলা যুব তৃণমূলের সভাপতি সওকাত মোল্লা, বাসন্তী ব্লক যুব তৃণমূলের সভাপতি আমান লস্কর প্রমূখ।এদিন মাঠ পরিদর্শন করার পর তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তথা জেলা তৃণমূলের সভাপতি শুভাশিস চক্রবর্তী বলেন আগামী ১২ মে দুপুর ১২ টায় জয়নগর(এসসি) লোকসভা কেন্দ্রর তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রতিমা মন্ডলের সমর্থনে এই মাঠে জনসভা করতে আসছেন জননেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি আরও বলেন ২০১৪ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হয়ে ছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রতিমা মন্ডল।এবার সপ্তদশ লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে মানুষের আশীর্বাদে আর বেশী ভোটে জয়ী হবে বলে আমি আশাবাদী তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রতিমা মন্ডল।এদিকে এবারের নির্বাচনে জয়নগর(এসসি) লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী আশোক কান্ডারি, আরএসপি সুভাষ নস্কর,কংগ্রেসের তপন মন্ডল,তৃণমূল কংগ্রেসের প্রতিমা মন্ডল।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন