বারুইপুরে আগ্নেয়াস্ত্রসহ তিন ছিনতাইবাজ গ্রেপ্তার

সুন্দরবন TV

বারুইপুরে আগ্নেয়াস্ত্রসহ তিন ছিনতাইবাজ গ্রেপ্তার

মনজুর আলম

বারুইপুরঃ লোকসভা ভোটের পর বৃহস্পতি বার দুপুরে গোপন সুত্রে খবর পেয়ে বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ  ও বারুইপুর থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে বারুইপুর থানার ফুলতলা  থেকে একটি ছিনতাই গ্যাং কে গ্রেপ্তার করলো।
ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে দু টি সেভেন এম এম পিস্তল ও .সেভেন এম এম বোড়ের ছয় টি তাজা কার্তুজ। এছারাও একটি নতুন মোটর বাইক ও তিনটি মোবাইল ফোন। পুলিশ সুত্রে জানা যায়, ধৃতরা এক ব্যাবসায়ীর কাছ থেকে ২.৫ লক্ষ টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে অপেক্ষা করছিল।ব্যাবসায়ী অটো করে ধপধপির দিকে গেলেই তারা অপারেশান করতো বলে পুলিসের অনুমান  । ধৃতদের তিনজনের বাড়ি জীবনতলা থানা এলাকায়। তাদের মধ্যে একজন আনিসুর রহমান হালদার দ্বিতীয় বর্ষের কলেজ ছাত্র। ধৃত তিনজনকে শুক্রবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন