সুন্দরবন TV
ঈদের খুসিতে গাছ লাগালো "কালামগাজী লাইফ "
নিজস্ব প্রতিনিধি | সোনারপুর | বুধবার ঈদের খুসিকে পাশে রেখে পরিবেশ দিবস উপলক্ষে নরেন্দ্রপুর এক সেচ্ছাসেবী সংগঠন "কামালগাজী লাইফ "এর পক্ষ থেকে এদিন চারা গাছ লাগানোর কর্মসূচি আয়োজন করেন। গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এবং গীষ্মের দাবদাহের হাত থেকে রক্ষা পেতে ' কামালগাজী লাইফ ' এর একটি ছোট্ট প্রয়াস।
এদিন সকাল ১০টা থেকে ৫০ টি চারা গাছ রোপন করেন স্বেচ্ছাসেবী সংগঠনটি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সমস্ত সক্রিয় সদস্য ও সদস্যারা। তাদের বক্তব্য এরকম কাজ তারা বারে বারে ভিন্ন ভিন্ন জাগায় করতে আগ্রহী। গাছ লাগিয়ে সুন্দর ভাবে সাজাতে চায় এই পরিবেশ কে। এই স্বেচ্ছাসেবী সংগঠনটি গত তিন বছর ধরে বিভিন্ন কাজ কর্মের মধ্য দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। কাজের সময় কিছু ক্ষেত্রে সমস্যা ঘটলেও তা পরে সমাধান হয়েগেছে। তবে এলাকার বিশিষ্টজনদের কাছ থেকে প্রসংশা কুড়িয়েছেন সেচ্ছাসেবী সংগঠনটি।
সংগঠনের সম্পাদক জাহির হোসেন মন্ডল বলেন "গাছ লাগানোর জন্য আলাদা কোনো দিনের প্রয়োজন হয়না।মনের ইচ্ছা থাকলে সারাবছর গাছ লাগানো যায়, তার জন্য অর্থের প্রয়োজন নয় মানসিকতার প্রয়োজন থাকা দরকার "। তিনি সকলের কাছে আহব্বান জানান সবাই একসাথে কাজ করার। সকলে এগিয়ে এলে পরিবেশ ও সমাজের উন্নতি ঘটবে।
ঈদের খুসিতে গাছ লাগালো "কালামগাজী লাইফ "
নিজস্ব প্রতিনিধি | সোনারপুর | বুধবার ঈদের খুসিকে পাশে রেখে পরিবেশ দিবস উপলক্ষে নরেন্দ্রপুর এক সেচ্ছাসেবী সংগঠন "কামালগাজী লাইফ "এর পক্ষ থেকে এদিন চারা গাছ লাগানোর কর্মসূচি আয়োজন করেন। গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এবং গীষ্মের দাবদাহের হাত থেকে রক্ষা পেতে ' কামালগাজী লাইফ ' এর একটি ছোট্ট প্রয়াস।
এদিন সকাল ১০টা থেকে ৫০ টি চারা গাছ রোপন করেন স্বেচ্ছাসেবী সংগঠনটি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সমস্ত সক্রিয় সদস্য ও সদস্যারা। তাদের বক্তব্য এরকম কাজ তারা বারে বারে ভিন্ন ভিন্ন জাগায় করতে আগ্রহী। গাছ লাগিয়ে সুন্দর ভাবে সাজাতে চায় এই পরিবেশ কে। এই স্বেচ্ছাসেবী সংগঠনটি গত তিন বছর ধরে বিভিন্ন কাজ কর্মের মধ্য দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। কাজের সময় কিছু ক্ষেত্রে সমস্যা ঘটলেও তা পরে সমাধান হয়েগেছে। তবে এলাকার বিশিষ্টজনদের কাছ থেকে প্রসংশা কুড়িয়েছেন সেচ্ছাসেবী সংগঠনটি।
সংগঠনের সম্পাদক জাহির হোসেন মন্ডল বলেন "গাছ লাগানোর জন্য আলাদা কোনো দিনের প্রয়োজন হয়না।মনের ইচ্ছা থাকলে সারাবছর গাছ লাগানো যায়, তার জন্য অর্থের প্রয়োজন নয় মানসিকতার প্রয়োজন থাকা দরকার "। তিনি সকলের কাছে আহব্বান জানান সবাই একসাথে কাজ করার। সকলে এগিয়ে এলে পরিবেশ ও সমাজের উন্নতি ঘটবে।