জীবনতলায় জলে চুবিয়ে খুন,আটক ১ জন

সুন্দরবন TV

জীবনতলায় জলে চুবিয়ে খুন,আটক ১ জন


জীবনতলা|বুধবার সকালে এক ব্যক্তিকে মাছের ঘেরীতে জলে চুবিয়ে খুনের অভিযোগে পুলিশ আটক করে ১ জনকে।আটক ব্যক্তির নাম সুরজিৎ দাস।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার মৌখালির নোয়াখালী গ্রামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৌখালি নোয়াখালী গ্রামে বাসিন্দা রতন দাস।তার একটি মাছের ঘেরী আছে করতোয়া নদীর লাগোয়া।গত ১৮ জুন রাতে গোপনে প্রতিবেশী সুরজিৎ দাস রতন দাসের মাছের ঘেরীতে কাঁকড়া ধরছিল।সেই সময় রতন দাস মাছের ঘেরীতে পাহারা দিতে চলে আসে।সে দেখে তার মাছের ঘেরীতে কাঁকড়া ধরছে প্রতিবেশী সুরজিৎ দাস।আর এই কাঁকড়া ধরাকে কেন্দ্র করে দুজনের মধ্যে বচসা বেঁধে যায়।বচসার জেরে উত্তেজিত হয়ে সুরজিৎ দাস রতন দাস কে মাছের ঘেরীর জলে চুবিয়ে ধরে এমনি অভিযোগ।সেই সময় আশপাশের বেশ কয়েকজন মাছের ঘেরীর লোকজন দেখতে পেয়ে ছুটে আসে।ভাব খারাপ দেখে সুরজিৎ দাস চম্পট দেয়।তারা জল থেকে রতন দাসকে উদ্ধার করে মটরদিঘী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রতন দাস(৪০) কে মৃত বলে ঘোষনা করে।এই ঘটনায় মৃতের পরিবারের সদস্যরা থানায় অভিযোগ দায়ের করে।পুলিশ অভিযোগ পেয়ে তদন্তে নেমে সুরজিৎ দাসকে আটক করে।ঘটনাস্থলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।পুলিশ জানান এক ব্যক্তির দেহ উদ্ধার করা হয়েছে।এই ঘটনায় ১ জন কে আটক করা হয়েছে।আটক ব্যত্তিকে জিঞ্জাসাবাদ করা হচ্ছে।কি ভাবে এমন ধরনের ঘটনা ঘটল সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন