সুন্দরবন TV
শিয়ালদহ ও হাওড়া স্টেশন থেকে গ্রেফতার ৪ জেএমবি জঙ্গি
কোলকাতা | গোপন সূত্রে খবর পেয়ে ৪ জন নিও জেএমবি (নিও জামাত মুজাহিদিন বাংলাদেশ) জঙ্গিকে শিয়ালদহ ও হাওড়া স্টেশন চত্বর থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। এই নিও জেএমবি জঙ্গি সংগঠন আইএস (ইসলামিক স্টেট) মদতপুষ্ট। গতকাল (২৪শে জুন) রাত ৯.২৫ নাগাদ শিয়ালদহ স্টেশনের গাড়ি পার্কিং এ মহম্মদ জিয়াউর রহমান ওরফে মোহসীন এবং মামনুর রশিদ নামের দুজনকে আটক করে এসটিএফ-এর বিশেষ দল। দু'জনেই বাংলাদেশের বাসিন্দা। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে বহু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে।
জিয়াউর ও মামনুরকে জেরা করে মহম্মদ শাহীন আলম ওরফে আলামিন এবং রবিউল ইসলাম নামের আরও দুই জঙ্গির হদিশ মেলে। আজ ভোর ৩.৫০ নাগাদ শাহীন ও রবিউলকে হাওড়া স্টেশন চত্বর থেকে গ্রেফতার করে এসটিএফ। এদের মধ্যে শাহীন বাংলাদেশের ও রবিউল বীরভূমের বাসিন্দা। তাদের কাছ থেকেও বাজেয়াপ্ত করা হয়েছে বহু নথিপত্র।
৩ বাংলাদেশি জঙ্গি রবিউলের বীরভূমের বাড়িতে আশ্রয় নিয়েছিল। এ রাজ্যে জঙ্গি কার্যকলাপের জন্য অর্থ সংগ্রহের এবং জঙ্গি গোষ্ঠীতে সদস্য নিয়োগের কাজ করত ধৃতরা। এছাড়াও বাংলাদেশ থেকে ভারতে আসা জঙ্গিদের নিরাপদ আশ্রয় দেওয়ার দায়িত্ব ছিল রবিউলের। বিস্তারিত তদন্ত চলছে।
আজ মাননীয় আদালত ধৃতদের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।ছবি রইল ৪ ধৃত জঙ্গির।
খবরের সুত্র - কোলকাতা পুলিশ
শিয়ালদহ ও হাওড়া স্টেশন থেকে গ্রেফতার ৪ জেএমবি জঙ্গি
কোলকাতা | গোপন সূত্রে খবর পেয়ে ৪ জন নিও জেএমবি (নিও জামাত মুজাহিদিন বাংলাদেশ) জঙ্গিকে শিয়ালদহ ও হাওড়া স্টেশন চত্বর থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। এই নিও জেএমবি জঙ্গি সংগঠন আইএস (ইসলামিক স্টেট) মদতপুষ্ট। গতকাল (২৪শে জুন) রাত ৯.২৫ নাগাদ শিয়ালদহ স্টেশনের গাড়ি পার্কিং এ মহম্মদ জিয়াউর রহমান ওরফে মোহসীন এবং মামনুর রশিদ নামের দুজনকে আটক করে এসটিএফ-এর বিশেষ দল। দু'জনেই বাংলাদেশের বাসিন্দা। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে বহু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে।
জিয়াউর ও মামনুরকে জেরা করে মহম্মদ শাহীন আলম ওরফে আলামিন এবং রবিউল ইসলাম নামের আরও দুই জঙ্গির হদিশ মেলে। আজ ভোর ৩.৫০ নাগাদ শাহীন ও রবিউলকে হাওড়া স্টেশন চত্বর থেকে গ্রেফতার করে এসটিএফ। এদের মধ্যে শাহীন বাংলাদেশের ও রবিউল বীরভূমের বাসিন্দা। তাদের কাছ থেকেও বাজেয়াপ্ত করা হয়েছে বহু নথিপত্র।
৩ বাংলাদেশি জঙ্গি রবিউলের বীরভূমের বাড়িতে আশ্রয় নিয়েছিল। এ রাজ্যে জঙ্গি কার্যকলাপের জন্য অর্থ সংগ্রহের এবং জঙ্গি গোষ্ঠীতে সদস্য নিয়োগের কাজ করত ধৃতরা। এছাড়াও বাংলাদেশ থেকে ভারতে আসা জঙ্গিদের নিরাপদ আশ্রয় দেওয়ার দায়িত্ব ছিল রবিউলের। বিস্তারিত তদন্ত চলছে।
আজ মাননীয় আদালত ধৃতদের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।ছবি রইল ৪ ধৃত জঙ্গির।
খবরের সুত্র - কোলকাতা পুলিশ