সুন্দরবন TV
তামিলনাড়ুতে জল সংকট
দক্ষিণ ভারতের তামিলনাড়ু। এই রাজ্যের পরিচিত শহর ভেলোরের নাগানিধি নদী। বহুবছর ধরে মৃতপ্রায়। অথচ একসময় এই নদীই ছিল স্থানীয় মানুষের প্রয়োজনীয় জলের উৎস। এখন থেকে প্রায় পনের বছর আগে নদীটি শুকোতে শুরু করে। যাবতীয় জলের যোগান ক্রমশ বন্ধ হয়ে যেতে থাকে। তীব্র জলকষ্টে ভুগতে থাকেন নদী সংলগ্ন অঞ্চলের মানুষজন। চরম জলকষ্টে বেঁচে থাকতে থাকতে নিজেদের ধানি জমি খুঁড়তে শুরু করেন তাঁরা। জল ছাড়া মানুষ বাঁচে কি উপায়ে?
এই প্রয়োজন থেকেই প্রায় কুড়ি হাজার মহিলা ৪ বছরের প্রচেষ্টায় ১৫ বছর আগে শুকিয়ে যাওয়া নদীকে পুনরায় স্রোতস্বিনী করে তোলেন। মাটি খোঁড়ার পাশাপাশি, নদীর গভীরতা এবং বহমানতার কথা মাথায় রেখেই প্রায় ৩৫০০ কুয়োর জল এবং প্রচুর নুড়ি পাথর ব্যবহার করা হয়েছে।
২০১৪ সাল নাগাদ শুরু হয় এই প্রকল্প। প্রকল্পটির পোশাকি নাম, Naganidhi Rejuvenation Project, an art of living foundation (AOL) initiative.
লড়াই খুব সহজ ছিল না। প্রথমেই AOL এর টিম মেম্বাররা স্যাটেলাইট ম্যাপিংয়ের মাধ্যমে এলাকার ভূ-তত্ত্ব বিচার করে, জমি পরীক্ষা করে, বৃষ্টিপাতের পরিমাণ মেপে কাজ করতে শুরু করেন। কেন্দ্রীয় সরকার থেকে কাজের অনুমতি দেওয়ার পরেই স্থানীয় মহিলাদের মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্টে কাজ করানো হয়। সেই মহিলাদের দৈনন্দিন রোজগারের উপায়ও হয়ে যায় সহজেই। নদী আবার স্রোতস্বিনী হয়।
তামিলনাড়ুতে জল সংকট
দক্ষিণ ভারতের তামিলনাড়ু। এই রাজ্যের পরিচিত শহর ভেলোরের নাগানিধি নদী। বহুবছর ধরে মৃতপ্রায়। অথচ একসময় এই নদীই ছিল স্থানীয় মানুষের প্রয়োজনীয় জলের উৎস। এখন থেকে প্রায় পনের বছর আগে নদীটি শুকোতে শুরু করে। যাবতীয় জলের যোগান ক্রমশ বন্ধ হয়ে যেতে থাকে। তীব্র জলকষ্টে ভুগতে থাকেন নদী সংলগ্ন অঞ্চলের মানুষজন। চরম জলকষ্টে বেঁচে থাকতে থাকতে নিজেদের ধানি জমি খুঁড়তে শুরু করেন তাঁরা। জল ছাড়া মানুষ বাঁচে কি উপায়ে?
এই প্রয়োজন থেকেই প্রায় কুড়ি হাজার মহিলা ৪ বছরের প্রচেষ্টায় ১৫ বছর আগে শুকিয়ে যাওয়া নদীকে পুনরায় স্রোতস্বিনী করে তোলেন। মাটি খোঁড়ার পাশাপাশি, নদীর গভীরতা এবং বহমানতার কথা মাথায় রেখেই প্রায় ৩৫০০ কুয়োর জল এবং প্রচুর নুড়ি পাথর ব্যবহার করা হয়েছে।
২০১৪ সাল নাগাদ শুরু হয় এই প্রকল্প। প্রকল্পটির পোশাকি নাম, Naganidhi Rejuvenation Project, an art of living foundation (AOL) initiative.
লড়াই খুব সহজ ছিল না। প্রথমেই AOL এর টিম মেম্বাররা স্যাটেলাইট ম্যাপিংয়ের মাধ্যমে এলাকার ভূ-তত্ত্ব বিচার করে, জমি পরীক্ষা করে, বৃষ্টিপাতের পরিমাণ মেপে কাজ করতে শুরু করেন। কেন্দ্রীয় সরকার থেকে কাজের অনুমতি দেওয়ার পরেই স্থানীয় মহিলাদের মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্টে কাজ করানো হয়। সেই মহিলাদের দৈনন্দিন রোজগারের উপায়ও হয়ে যায় সহজেই। নদী আবার স্রোতস্বিনী হয়।