জন্মদিনে সুন্দরী গাছের চারা উপহার

সুন্দরবন TV

জন্মদিনে সুন্দরী গাছের চারা উপহার   


 নিজস্ব প্রতিনিধি | ঝড়খালী |   বুধবার দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দর বনের,ঝড়খালি  ৪ নং নেহরু পল্লী গ্রামে এক কিশোর ছেলের জন্মদিনে উপহার স্বরূপ দিলেন সুন্দরী গাছের চারা, জয়গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্র স্বেচ্ছাসেবী সংগঠনের কিছু সোশ্যাল ওয়ার্কার কর্মী বৃন্দ। নিমন্তন্ন অতিথিরা যখন সোনা রুপা ও অন্যান্য উপহার কিশোর ছেলেটি- রঙ্গন সরকার হাতে তুলে দিচ্ছেন। তখন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা সুন্দরী গাছের চারা তুলে দেন তার হাতে। তারা বলেন আগামী ১৪ জুলাই বৃক্ষরোপণ সুন্দরবন উৎসব পালিত হবে। সুন্দরবন নামকরণ হয় এই সুন্দরী গাছ থেকেই। সেই জন্য সকলের কাছে বিখ্যাত পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে সুন্দরবন। আমরা সংগঠনের পক্ষ থেকে রঙ্গন সরকার কে আশীর্বাদ করবো, সে যেন সুন্দরবনের এর মতন নামকরণ হোক তার বিশ্ব জুড়ে, লেখা পড়া শিখে বাবা-মা ও পরিবারের মুখ উজ্জ্বল করুক। সকলের কাছে প্রিয় হয়ে উঠুক সে । জন্মদিনে উপস্থিত সকলে প্রথমে আশ্চর্য  হয়ে গেলেও পরে চারা গাছের গুরুত্ব সম্পর্কে আলোচনা পর, ছেলেটির বাবা- রাজীব সরকার,মা রিমা সরকার, তৎসহ তার পরিবারের সকলে আনন্দ আত্ন হারা হয়ে পড়েন। তাছাড়া সংগঠনের একজন বিশেষ কর্মী বিকাশ মণ্ডল বলেন যে- আমাদের প্রত্যন্ত এই সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ রক্ষার জন্য বৃক্ষরোপণ অত্যন্ত জরুরী। একমাত্র গাছ আমাদের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে পারে। তাহলে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করতে হবে না আর। সুস্থ পরিবেশ গড়ে উঠবে, সুন্দরবন হলো আমাদের কাছে গর্বের ধন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন