পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হল রক্তদান উৎসব

সুন্দরবন TV

পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হল রক্তদান উৎসব

সুভাষ চন্দ্র দাস
 বাসন্তী|একদিকে প্রচন্ড গরম,অার বিভিন্ন এলাকায় চলছে রক্তে সংকট। সেই রক্তের সংকটের ঘাটতি মেটাতে পুলিশ প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হল এক রক্তদান উৎসব।

বারুইপুর জেলা পুলিশের উদ্যোগে দক্ষিণ ২৪ পরগণা জেলার প্রত্যন্ত বাসন্তী থানায় শুক্রবার অনুষ্ঠিত হল রক্তদান উৎসব।এদিন রক্তদান উৎসবে উপস্থিত ছিলেন বারুইপুর জেলা পুলিশের এডিশনাল এস,পি ইন্দ্রজিৎ বসু, ক্যানিং মহকুমা পুলিশ আধিকারিক দেবী দয়াল কুন্ডু ও বাসন্তী থানার পুলিশ আধিকারিক সৌমেন বিশ্বাস।পুরুষ মহিলা মিলিয়ে এদিন ৬০ জন পুলিশ সহ ভিলেজ পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা রক্তদান করেন।
প্রত্যন্ত সুন্দরবন এলাকায় সমাজের প্রতি দায়বদ্ধতায় পুলিশের এমন মহৎ উদ্দেশ্য কে প্রশংসা করেছেন স্থানীয় মানুষজন সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বরা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন