সুন্দরবন TV
ক্যানিং মাতলা নদীর পাড়ে নারকেল চারা বিতরণ
ক্যানিং|বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনার। ক্যানিং-১ ব্লকের মাতলা নদীর পাড়ে ওয়েস্ট বেঙ্গল সাব অর্ডিনেট ফরেস্ট সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ২ হাজার মানুষের হাতে নারকেল গাছের চারা তুলে দেন প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ওয়েস্ট বেঙ্গল সাব অর্ডিনেট ফরেস্ট সার্ভিস অ্যাসোসিয়েশন সম্পাদক দেবাশীষ পাল,প্রদীপ মন্ডল,এএফআর মানস চক্রবর্তী, গৌতম চ্যাটার্জী, ল রেঞ্জ অফিসার শ্যামানন্দ চৌধূরী প্রমূখ।এদিনের অনুষ্ঠেনে ওয়েস্টবেঙ্গল সাব অর্ডিনেট ফরেস্ট সার্ভিস অ্যাসোসিয়েশন সম্পাদক দেবাশীষ পাল বলেন একটি গাছ একটি প্রাণ।গাছ বর্তমান সভ্যতাকে বাঁচিয়ে রেখেছে।প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে সাধারণ মানুষজন কে সচেতন করে তুলতে এই বৃক্ষ বিতরণ।এ বছর ২ হাজার নারকেল গাছের চারা সাধারণ মানুষের হাতে তুুলে দেওয়া হল।যেহেতু নারকেল ভারতের একটি অর্থকারী ফসল।সুন্দরবনের সোঁদা মাটির নোনা জলের পরিবেশে নারকেল গাছ খুবই ভালো হয়।তিনি আরও বলেন যে ভাবে জলের সঙ্কট দেখা দিচ্ছে,পৃথিবীতে তাপ মাত্রা বেড়ে যাচ্ছে তার থেকে রক্ষা পেতে একমাত্র উপায় বেশী করে বৃক্ষ রোপন করা।এদিনের অনুষ্ঠানে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতন।
ক্যানিং মাতলা নদীর পাড়ে নারকেল চারা বিতরণ
ক্যানিং|বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনার। ক্যানিং-১ ব্লকের মাতলা নদীর পাড়ে ওয়েস্ট বেঙ্গল সাব অর্ডিনেট ফরেস্ট সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ২ হাজার মানুষের হাতে নারকেল গাছের চারা তুলে দেন প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ওয়েস্ট বেঙ্গল সাব অর্ডিনেট ফরেস্ট সার্ভিস অ্যাসোসিয়েশন সম্পাদক দেবাশীষ পাল,প্রদীপ মন্ডল,এএফআর মানস চক্রবর্তী, গৌতম চ্যাটার্জী, ল রেঞ্জ অফিসার শ্যামানন্দ চৌধূরী প্রমূখ।এদিনের অনুষ্ঠেনে ওয়েস্টবেঙ্গল সাব অর্ডিনেট ফরেস্ট সার্ভিস অ্যাসোসিয়েশন সম্পাদক দেবাশীষ পাল বলেন একটি গাছ একটি প্রাণ।গাছ বর্তমান সভ্যতাকে বাঁচিয়ে রেখেছে।প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে সাধারণ মানুষজন কে সচেতন করে তুলতে এই বৃক্ষ বিতরণ।এ বছর ২ হাজার নারকেল গাছের চারা সাধারণ মানুষের হাতে তুুলে দেওয়া হল।যেহেতু নারকেল ভারতের একটি অর্থকারী ফসল।সুন্দরবনের সোঁদা মাটির নোনা জলের পরিবেশে নারকেল গাছ খুবই ভালো হয়।তিনি আরও বলেন যে ভাবে জলের সঙ্কট দেখা দিচ্ছে,পৃথিবীতে তাপ মাত্রা বেড়ে যাচ্ছে তার থেকে রক্ষা পেতে একমাত্র উপায় বেশী করে বৃক্ষ রোপন করা।এদিনের অনুষ্ঠানে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতন।