জেলা জুড়ে পালিত হলো ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এর জন্ম শত বার্ষিকী

সুন্দরবন TV

জেলা জুড়ে পালিত হলো ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এর জন্ম শত বার্ষিকী 


সুমিত মজুমদার

কোলকাতা |পশ্চিম বাংলায় ২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপির শক্তি বৃদ্ধির পর থেকেই দলীয় কর্মসূচি জোরদেওয়া শুরু করে দিল রাজ্য নেতৃত্ব, এরই মধ্যে উল্লেখযোগ্য হলো দলের প্রতিষ্ঠাতা ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এর জন্মদিন পালন করা। যা কিনা এতদিন ব্রাত্যই ছিল, এদিন উত্তর ২৪ পরগণা জেলার হাবড়া থানার অর্ন্তগত শিমুলপুর গ্রামের উপনের মোড়ে সকাল ৭ ঘটিকায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এর প্রতিকৃতিতে মাল্যদান দানের মাধ্যমে দিনটি কে স্মরণ করেন হাবড়া ১নং গ্রামীণ মন্ডলের বিজেপির কর্মী সমর্থকেরা, এছাড়াও  ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এর জীবনী নিয়ে পর্যালোচনা করে তাঁর অবদানের কথা তুলে ধরে সাধারণ মানুষের মধ্যে জাগ্রত করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন