সুন্দরবন TV
বিখ্যাত প্রোডিউসার এবার বিজেপি তে যোগ দিলেন
সুমিত মজুমদার
কোলকাতা |বঙ্গ বিজেপির পালে আরও এক নতুন হাওয়া, একদিকে প্রোডিউসার অন্যদিকে সাংবাদিক তিনি হলেন শ্রী অয়নজিৎ সেন। বলিউডের পরিচিত মুখ এবার দেশের সাধারণ মানুষ কে উপকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেশ সেবায় অনুপ্রাণিত হয়ে বিজেপি তে যোগ দিলেন। এর ফলে বঙ্গ বিজেপি পেল সৎ, নির্ভীক এবং পরোপকারী একজন মানুষ। এদিন বিজেপির রাজ্য অফিসে যোগদানের মুহুর্তে শপথ নিয়ে বললেন, বাংলা কে শুধু ভারতেরই নয়, বিশ্বের দরবারে শ্রেষ্ঠ করাই তঁার মূল লক্ষ্য।
বিখ্যাত প্রোডিউসার এবার বিজেপি তে যোগ দিলেন
কোলকাতা |বঙ্গ বিজেপির পালে আরও এক নতুন হাওয়া, একদিকে প্রোডিউসার অন্যদিকে সাংবাদিক তিনি হলেন শ্রী অয়নজিৎ সেন। বলিউডের পরিচিত মুখ এবার দেশের সাধারণ মানুষ কে উপকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেশ সেবায় অনুপ্রাণিত হয়ে বিজেপি তে যোগ দিলেন। এর ফলে বঙ্গ বিজেপি পেল সৎ, নির্ভীক এবং পরোপকারী একজন মানুষ। এদিন বিজেপির রাজ্য অফিসে যোগদানের মুহুর্তে শপথ নিয়ে বললেন, বাংলা কে শুধু ভারতেরই নয়, বিশ্বের দরবারে শ্রেষ্ঠ করাই তঁার মূল লক্ষ্য।