পার্শ্ব চরিত্রেও অসাধারণ "কুন্তলা"

সুন্দরবন TV

পার্শ্ব চরিত্রেও অসাধারণ "কুন্তলা"


সুমিত মজুমদার
কোলকাতাঃ মাত্র একবছরের অভিনয়ের অভিজ্ঞতা, এরই মধ্যে অনেকগুলো সিরিয়ালের জন্য অফার আসতে শুরু করেছে তাঁর কাছে। ২০১৮ সালে বি.এ পাশ করেই নৃত্য শিল্পী থেকে অভিনয় জগতে পা দেওয়া মেয়েটি আজ জি বাংলার মেগা সিরিয়ালের পার্শ্ব চরিত্রের বড় নাম । বাংলা চ্যানেল আকাশ আটের "সাহিত্যের সেরা সময়ের" ধারাবাহিক এ হাতেঘড়ি, সেখানেই পরিচালকদের নজর কাড়ার পরেই নামীদামী প্রোডাকশন হাউস থেকে আসতে থাকে অফার।ইতিমধ্যে জনপ্রিয় সব সিরিয়াল "সাত ভাই চম্পা"," গুড়িয়া যেখানে গুড্ডু সেখানে এবং "বেদের মেয়ে জোসনা" এগুলো তে পার্শ্ব চরিত্রে অভিনয় করে বাজিমাৎ করে ফেলেছেন কুহু। সুচিত্রা সেন কে আদর্শ করেই নৃত্য শিল্পী থেকে আজ একজন অভিনেত্রী। অবশ্য এই সবই সম্ভব হয়েছে বাবা, মায়ের প্রচন্ড সহযোগিতার জন্য। একমাত্র দাদা মাঝে মধ্যে অটোগ্রাফের জন্য রসিকতা করে,একদিন এই বাংলায় জনপ্রিয়তার শীর্ষ থাকার অঙ্গীকার নিয়ে এগিয়ে যেতে চলেছে বাবা, মায়ের আদরের কুহু।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন