অদম্য মানসিকতার বিরুদ্ধে লড়াই করে, সফল অভিনেত্রী "দেবশ্রী"

সুন্দরবন TV

অদম্য মানসিকতার বিরুদ্ধে লড়াই করে, সফল অভিনেত্রী "দেবশ্রী"

সুমিত মজুমদার

কোলকাতা - টলিউডে সহ-অভিনেত্রীদের মধ্যে  অন্যতম তিনি, শারীরিক অসুস্থতাও হারাতে পারেনি তাঁকে। সংগীত শিল্পী হিসেবে আত্মপ্রকাশ, এর জন্য সুদূর বেড়াচঁাপা থেকে কলকাতায় বিখ্যাত রবীন্দ্র শিল্পী শ্রাবণী সেনের কাছে গান শেখা এবং দেখার তাগিদে এর ওর কাছে প্রচুর ছোটাছুটি করেছিলেন। এর পিছনে বাবা মায়ের প্রবল উৎসাহ ছিল, একটা সময় শারীরিক অসুস্থতা ক্যারিয়ার প্রায় শেষ হতে চলেছিল। কিন্তু গুরুমা লাজবন্তী রায়ের তত্ত্বাবধানে ফিরে আসার লড়াই শুরু করে দেন।ভিডিও মিউজিক আ্যলবাম করতে করতে অভিনয় জগতে প্রবেশ করার পর বিভিন্ন মেগাসিরয়াল যেমন, জয়ী,সাত ভাই চম্পা, রাখী বন্ধন প্রভৃতি তে সহ অভিনেত্রী ছিলেন। এরপর জিতের বাঘ বন্দী খেলা,আড্ডা ও হিন্দি সিরিয়াল "তেরি গলিয়া' তে অভিনয় করেন।
স্টেজ পারফর্মেন্স এর সময় সংগীত এবং অভিনয় সমান্তরাল ভাবে করে দর্শকদের মন জয় করে নেন। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন একটি বাংলা সিনেমায়,এখন শুধু রিলিজের অপেক্ষায়।

2 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন