গ্যাসের সিলিন্ডার ফেটে অগ্নিদগ্ধ হয়ে গৃহবধুর মৃত্যু,জখম ২

সুন্দরবন TV

গ্যাসের সিলিন্ডার ফেটে অগ্নিদগ্ধ হয়ে  গৃহবধুর মৃত্যু,জখম ২

সুভাষ চন্দ্র দাস
ক্যানিং - রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে আগুনে পুড়ে মৃত্যু হল এক গৃহবধুর। মৃত গৃহবধুর নাম রইমা মোল্ল্যা(২৬)।ঘটনায় আগুনে পুড়ে গুরুতর জখম হয়েছেন আরো দুজন।গুরুতর জখম অবস্থায় মহাসীম মোল্ল্যা,সাজাদাত মোল্ল্যা নামে একই পরিবারের অপর দুজন ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে দক্ষিণ ২৪ পরগণা জেলার ক্যানিং থানার নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েতের পূর্ব-হাতামারী গ্রামে।

স্থানীয় সুত্রে জানাগেছে অন্যান্য দিনের মতো এদিন সকালে শিশু সন্তানের জন্য গ্যাসের ওভেন জ্বেলে দুধ গরম করছিলেন গৃহবধু রইমা মোল্ল্যা।আচমকা গ্যাসের সিলিন্ডার বিষ্ফোরণ ঘটে আগুন ছড়িড়ে পড়ে চারিদিকে।পুড়তে থাকেন ঐ গৃহবধু।গ্যাস সিলিন্ডারের বিষ্ফোরণ ঘটায় প্রকট আওয়াজ শুনে ঐ গৃহবধুর শ্বশুর সাজাদাত মোল্ল্যা ঘরের মধ্যে গিয়ে দেখেন তাঁর ছেলের বৌমা গ্যাসের আগুনে দাউ দাউ করে পুড়ছে। তিনি তাঁর বৌমাকে উদ্ধার করতে গিয়ে তিনিও আগুনে পুড়ে গুরুতর জখম হয়ে পড়েন।অন্যদিকে চোখের সামনে বাবাও স্ত্রীকে আগুনে পুড়তে দেখে হতবাক হয়ে যান মহাসীম মোল্ল্যা।তিনি ঘটনার আকষ্মিকতা কাটিয়ে উঠে আগুনের হাত থেকে স্ত্রী ও তাঁর বাবাকে উদ্ধার করতে গেলে তিনিও আগুনে পুড়ে মারাত্মক জখম হন ।
এমন মর্মান্তিক দুর্ঘটনার কথা প্রতিবেশীরা জানতে পেরে তাঁরা শ্বশুর,ছেলে ও বৌমাদের কে তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়।
সেখানে আশাঙ্কা জনক অবস্থায় চিকিৎসা শুরু হয় তিন জনের।গৃহবধু রইমা মোল্ল্যা র দেহের ৯০ শতাংশ আগুনে পুড়ে যাওয়ায় ঘন্টা তিনেক চিকিৎসার পর চিকিৎসকরা ঐ গৃহবধুকে মৃত বলে ঘোষণা করেন।
ক্যানিং থানার পুলিশ মৃতদেহ টি উদ্ধার করে ময়না তদন্ত পাঠিয়ে তদন্ত শুরু করেছে। অন্যদিকে মৃত  গৃহবধুর শ্বশুর সাজাদাত মোল্ল্যার দেহের ৭০ শতাংশ পুড়ে যাওয়ায় তাঁর অবস্থাও সংঙ্কটজনক।স্থানীয় সুত্রে জানাগেছে গ্যাস সিলিন্ডার ফেটে গিয়ে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে ঐ পরিবারের একমাত্র খড়ের ঘর সহ ঘরের সমস্ত আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তবে ঘটনা চক্রে ঘরের বারান্দায় থাকা ঐ দম্পতির এক পুত্র ও কন্যা সন্তান কে প্রতিবেশীরা জীবনের ঝুঁকি নিয়ে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিরাপদে সরিয়ে িয়ে যান।
আচমকা এমন দুর্ঘটনায় ঐ গৃহবধুর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন