নিখোঁজ নাবালিকাকে উদ্ধার করল পুলিশ

সুন্দরবন TV

নিখোঁজ নাবালিকাকে উদ্ধার করল পুলিশ   


অকারণ মুখোপাধ্যায় 

 ক্যানিং- দীর্ঘ প্রায় ১০দিন নিখোঁজ থাকার পর অবশেষে পাচারের আগেই এক নাবালিকাকে উদ্ধার করতে সক্ষম হল দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুর পুলিশ জেলার ক্যানিং থানার পুলিশ। মঙ্গলবার বিকেলে ক্যানিং থানার ইটখোলা গ্রাম পঞ্চায়েতের গোলাবাড়ি এলাকা থেকে নবম শ্রেণীর ঐ নাবালিকা ছাত্রীকে উদ্ধার করে পুলিশ।
উল্লেখ্য গত  ২৮ জুলাই এক গৃহ শিক্ষকের কাছে পড়তে যাওয়ার সময় আচমকাই নিখোঁজ হয়ে যায় ঐ কিশোরী।এরপর বহু জায়গায় খোঁজাখুঁজি করেও কোন খোঁজ না মেলায় অবশেষে ক্যানিং থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করেন ঐ নাবালিকার পরিবারের লোকজন।অভিযোগ পাওয়ার পরই ক্যানিং থানার পুলিশ খুব তৎপরতার সাথে বেশ কয়েকদিন ধরে ঐ কিশোরীর বাড়ি ক্যানিংয়ের গোপালপুর গ্রামপঞ্চায়েতের ধর্মতলা গ্রাম সহ আশপাশের বিভিন্ন এলাকায় এ বিষয়ে চিরুনী তল্লাশি চালিয়ে একটি মোবাইল ফোন নম্বর উদ্ধার করেন। উদ্ধার হওয়া মোবাইল ফোনের সুত্র ধরেই তদন্ত নামে ক্যানিং থানার পুলিশ। পাশাপাশি ব্যাপক সাফল্যও মেলে।মঙ্গলবার বিকেলে ক্যানিংয়ে ইটখোলা গ্রাম পঞ্চায়েতের গোলাবাড়ী এলাকা থেকে উদ্ধার হয় ঐ নাবালিকা কিশোরী। তাকে কেরলায় পাচারের জন্য এক যুবক অপহরণ করেছিল বলে অভিযোগ তুলেছেন ঐ কিশোরীর পরিবারের সদস্যরা। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। অন্যদিকে উদ্ধার হওয়া নাবালিকা কিশোরীকে মঙ্গলবার  সন্ধ্যায় চাইল্ড লাইনের হাতে তুলে দিয়েছে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন