বাসন্তীতে মহিলাদের ফুটবল প্রতিযোগিতা

 বাসন্তীতে মহিলাদের ফুটবল প্রতিযোগিতা

নুর সলিম লস্কর  

বুধবার, বাসন্তীতে অনুষ্ঠিত হলো আট দলের মহিলা ফুটবল প্রতিযোগিতা। সুন্দরবন মোহনবাগান ফ্যানস ক্লাবের বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠান উপলক্ষে বেশ কয়েক বছর ধরে চলে আসছে এই মহিলা ফুটবল প্রতিযোগিতা। মঙ্গলবার এই অনুষ্ঠানের উদ্বোধন করেন সুন্দরবনের বিশিষ্ট সমাজসেবী লোকমান মোল্লা ও পশ্চিম বঙ্গ সরকারের শিক্ষা রত্ন প্রাপ্ত শিক্ষক আমল নায়েক। মঙ্গলবার সারাদিন ধরে চলে শিশু, গৃহবধূ সহ যুবক নিয়ে মিউজিক্যাল বল, মোরগ লড়াই, বিস্কুট দৌড়ের মতো বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান। বুধবার ছিল ৮দলের মহিলা ফুটবল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় হুগলি মান্ডি ফুটবল কোচিং সেন্টার কে ফাইনালে টাইব্রেকারে ২ – ৩ গোলের ব্যাবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় উত্তর তাড়দহ মিলন সংঘ। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্স দুই দলের হাতে সুদৃশ্য স্বর্গীয় মাখম চন্দ্র মন্ডল স্মৃতি ট্রফি ও স্বর্গীয় অমিয় গিরি স্মৃতি ট্রফির পাশাপাশি দুই দলের হাতে এদিন নগৎ টাকা ও তুলে দেওয়া হয় আয়োজন সুন্দরবন মোহনবাগান ফ্যানস ক্লাবের তরফ থেকে।

   

 মোহনবাগান ফ্যানস ক্লাবের এদিনের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসন্তীর বিধায়ক শ্যামল মন্ডল, ক্যানিং পশ্চিমের ক্রীড়া প্রেমী বিধায়ক পরেশ রাম দাস, বাসন্তী থানার আই.সি আব্দুল রব খাঁন, ইসমাইল সেখ সহ আরো বিশিষ্ট জনেরা।

  অনুষ্ঠানে উপস্থিত ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস বলেন,’আমরা সাধারণত পুরুষ ফুটবল প্রতিযোগিতা দেখে থাকি সব জায়গাতে কিন্তূ আজ সুন্দরবন মোহনবাগান ফ্যানস ক্লাব যে আজ ৮দলের মহিলা ফুটবলের আয়োজন করেছে তার জন্য ওদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ সমাজ কে এগিয়ে নিয়ে যেতে গেলে পুরুষ দের পাশাপাশি সমান ভাবে মহিলাদের কেও সব জায়গায় সুযোগ দিতে হবে আর আগামীদিনে এই ক্লাব যদি এরকম অনুষ্ঠান আরও করে তাহলে আমি সব সময় ওদের পাশে থাকবো ‘ ।

     বাসন্তীর বিধায়ক শ্যামল মন্ডল বলেন,’আমার বিধানসভা এলাকায় এতো সুন্দর পরিবেশের মধ্যে মহিলা ফুটবল প্রতিযোগিতা হচ্ছে তা দেখে আমার সত্যি খুবই ভালো লাগছে এবং অনুষ্ঠান হচ্ছে সম্পূর্ণ কোভিড বিধি মেনে এবিষয় টা আরও ভালো। সেই সঙ্গে তিনি আরও বলেন আমি বিধায়ক হওয়ার পর ওদের এটা প্রথম অনুষ্ঠান কিন্তূ আমি কথা দিচ্ছি আগামী দিনে ওদের অনুষ্ঠান যখন ওরা আবার করবে তখন যেন আরও ভালো ভাবে আরও বড়ো করে করা যায় আমি তার ব্যবস্থা করবো।

    সুন্দরবন মোহনবাগান ফ্যানস ক্লাবের ক্রীড়া অনুষ্ঠান, মহিলা ফুটবল প্রতিযোগিতার পাশাপাশি প্রায় ১০০ অসহায়, দুষ্ট মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয় এছাড়াও ঐ এলাকার মেধাবী ছাত্র, ছাত্রীদের হাতে বই, খাতা তুলে দেওয়া হয় ক্লাবের পক্ষ থেকে এবং সন্ধ্যাকালীন ড্রিম মিউজিক্যাল গ্রূপের সংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজনও রাখা হয়েছিল ক্লাবের তরফ থেকে। সুন্দরবন মোহনবাগান ফ্যানস ক্লাবের এই সম্পূর্ণ অনুষ্ঠানের পরিচালনা করে ক্লাবের ক্রীড়া সম্পাদক গৌতম মাইতি ও ক্লাবের সদস্য কৃষ্ণেন্দু মাঝি, নাজিম লস্কর সহ জবিউর, আকাশ মাইতি রা।

    এই অনুষ্ঠান সম্পর্কে ক্লাবের ক্রীড়া সম্পাদক গৌতম মাইতি বলেন, করোনা মানুষ জীবন কে বিষিয়ে তুলেছিল, করোনার ফলে আমরা এই অনুষ্ঠানের পিছিয়ে দিয়েছিলাম। কিন্তূ মানুষের একটু ভালোভাবে বাঁচতে গেলে মাঝে মাঝে একটু হাঁসি খুশির দরকার আছে তাই আমরা প্রত্যেক বছরের ন্যায় এবছরেও কিছু টা হলে গ্রামের মানুষের একটু আনন্দ দেওয়ার চেষ্টা করলাম এই সব অনুষ্ঠানের মধ্যে দিয়ে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন