সুন্দরবনের শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য কর্মসংস্থানের উদ্যোগ
নুরসেলিম লস্কর
বাসন্তী – প্রত্যন্ত সুন্দরবনের পিছিয়ে পড়া ব্লক বাসন্তীর কুলতলিতে সুন্দরবনের শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তত্ত্বাবধানে ভুবনেশ্বরে গড়ে ওঠা এসডিআই ভুবেনেশ্বর নামের একটি সংস্থার সহযোগিতায় সম্প্রতি একটি কর্মশালা হলো কুলতলী মিলন তীর্থ সোসাইটির ট্রেনিং হলে । পুঁথিগত শিক্ষার সঙ্গে সঙ্গে বর্তমানে যে প্রত্যেকে কারিগরি শিক্ষার পাঠ ভীষণভাবে প্রয়োজন সে বিষয়ে দীর্ঘক্ষন আলোচনা হয় এদিনের এই কর্মশালায়। মাধ্যমিক পাশ থেকে শুরু করে এমবিএ করা প্রায় পাঁচশো যুবক-যুবতী এই কর্মশালায় অংশ নেয়। এদিনের এই কর্মশালায় উপস্থিত ছিলেন এসডিআই ভুবনেশ্বর কারিগরি বিদ্যালয়ের প্রিন্সিপাল মনোরঞ্জন রানা, আইএএস দেবপ্রসাদ জানা,ইস্টার্ন জোনাল ক্যালচারের ডিরেক্ট গৌরী বাসু থেকে শুরু করে আরো অনেকে।
এদিনের এই কর্মশালার মূল উদ্যোক্তা সুন্দরবন উন্নয়ন পর্ষদের প্রাক্তন সদস্য লোকমান মোল্লা বলেন, পৃথিবীর বৃহত্তম বাদাবন হল সুন্দরবন। এখানে হাজার হাজার শিক্ষিত যুবক-যুবতীরা বেকার, কোন কাজ নেই। এদের জন্য সরকারের ও তেমন কোনো পরিকল্পনা নেই তাই আমরা আজকে ইন্ডিয়ান অয়েলের তত্ববোধনে চলা এই কারিগরি বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে এই কর্মশালার আয়োজন আজ করা হয়েছে। আমরা মনে করি এখান থেকে অনেকে প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন জায়গাতে কাজ করার সুযোগ পাবে বা তারা নিজের পায়ে দাঁড়াতে পারবে বলে আমরা আশাবাদী।
ভুবনেশ্বরের ওই সংস্থার প্রিন্সিপাল মনোরঞ্জন রানা বলেন,আমাদের এখানে কমবেশি করে ত্রিশটি কোর্স রয়েছে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী শিক্ষার্থীরা এই কোর্সে ভর্তি হলে তাদেরকে যথাযথভাবে প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রশিক্ষণ শেষে ৯৯% ছাত্রছাত্রীকে কাজের সুযোগ করে দেওয়া হবে এখান থেকে, এছাড়াও রানা সাহেব আরও বলেন, আমরা আমাদের সংস্থার তরফে আলোচনা করছি, কিভাবে সুন্দরবন এলাকার যুবক-যুবতীদের বিশেষভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় বা তাদের এই প্রশিক্ষণে আরো কিভাবে সুযোগ করে দেওয়া যায় সে বিষয়ে।