লন্ডন থেকে আসলো সুন্দরবনবাসীর জন্য পূজার উপহার

 

নুরসেলিম লস্কর,বাসন্তী : মহালয়ার দিন যখন দেবীপক্ষের সূচনা হচ্ছে। তখন সেই খুশিতে চারিদিকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়ার জন্য সব সাজ সাজ রব। আর ঠিক সেই সময় সুদূর লন্ডন থেকে সুন্দর বনবাসীর জন্য আসলো পূজার উপহার। রবিবার প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তীর শিবগঞ্জ এলাকার বাসন্তী মায়া স্পোর্টস একাডেমির উদ্যোগে এবং লন্ডন নিবাসী প্রবাসী ভারতীয় হিরন সিংহ রায় এবং তার পরিবারের আর্থিক সহায়তায় এদিন মায়া স্পোর্টস একাডেমির শিক্ষার্থীরা তাদের মায়েদের হাতে তুলে দিল একটি করে নতুন শাড়ি। 

এদিন মায়া স্পোর্টস একাডেমির এই ভিন্ন ধর্মীয় বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সাক্ষী থাকতে উপস্থিত ছিলেন বাসন্তী মায়া স্পোর্টস একাডেমির ভারপ্রাপ্ত আধিকারিক নাসের আলী মোল্লা, বিশিষ্ট ফুটবল প্রশিক্ষক দেবাশীষ দাস সহ বাসন্তী হাইস্কুলের শিক্ষক অজয় দেব এবং আরো বিশিষ্ট জনেরা।

    বিজ্ঞাপন 

প্রসঙ্গত, পাঁচ বছর আগে বর্তমান লন্ডন নিবাসী,প্রবাসী ভারতীয় হিরন সিংহ রায় এবং তার পরিবার ও তার মেয়ে মায়া সিংহ রায় ঠিক করেন সুন্দরবনেবাসীর উন্নয়নের স্বার্থে বিভিন্ন রকম সামাজিক কাজ তারা করবেন। সেইমতো হিরন সিংহ রায়ের মেয়ের নামানুসারে তৈরি হয় বাসন্তী মায়াপুর একাডেমি। যে একাডেমির মূল লক্ষ্য ছিল সুন্দরবনের পিছিয়ে পড়া মহিলা দের থেকে শুরু করে শিশুদের শিক্ষা ও সংস্কৃতির সঙ্গে খেলাধুলার উন্নতির স্বার্থে কাজ করা। সেই মতো পাঁচ বছর ধরে সুন্দরবনের মহিলা ও শিশুদের জন্য কাজ করে আসছে বাসন্তী মায়া স্পোর্টস একাডেমি। সুন্দরবনের মহিলা এবং শিশুদের নিয়ে তৈরি হয়েছে ফুটবল কোচিং সেন্টার। যেখানে সপ্তাহে চার দিন চলে ফুটবল প্রশিক্ষণ। এবং তিনদিন করে চলে কম্পিউটার প্রশিক্ষণ। এবং বছরে দুবার করে সুন্দরবন এলাকার মহিলা ফুটবলাদের নিয়ে অনুষ্ঠিত হয়”মায়া কাপ” ফুটবল প্রতিযোগিতা। আর সুন্দরবন বাসির উন্নয়নের স্বার্থে বাসন্তী মায়া স্পোর্টস একাডেমির সমস্ত ভার বহন করে আসছে লন্ডন নিবাসী প্রবাসী ভারতীয় হীরণ সিংহ রায় এবং তার পরিবার।

  

এদিন মায়া স্পোর্টস একাডেমির এই অভিনবত্ব ভাবে শিক্ষার্থীদের হাত দিয়ে তাদের মায়েদের হাতে পূজার উপহার তুলে দেওয়া সম্পর্কে সুদূর লন্ডন থেকে ফোনে সুন্দরবন টিভি কে হীরন সিংহ রায় জানালেন যে,’ প্রথমেই বলে রাখি যে মায়া স্পোর্টস একাডেমি কোন এনজিও নয়। আমি এবং আমার সিংহ রায় পরিবার সুন্দরবনবাসীর উন্নয়নের স্বার্থে বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজ বছর ভোর ধরে করে থাকি। আর আজকের আমাদের একাডেমির ছাত্রছাত্রীরা যে তারা নিজেরাই আজ মায়া স্পোর্টসের তরফে দেওয়া উপহার তাদের মায়েদের হাতে  তুলে দিল তার কারণ হলো আমরা চাই সুন্দরবনের এই শিশুরা ভবিষ্যতে তাদের মাতা পিতা এবং সমাজের প্রতি যে একটা দায়বদ্ধতা আছে, যেটা ভবিষ্যতে পালন করতে হবে! তার একটা ছোট্ট পাট আজ মায়া স্পোর্টস একাডেমির এই পূজার উপহার তুলে দেওয়ার মধ্যে দিয়ে দেওয়া হলো।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন