নুরসেলিম লস্কর, ক্যানিং : গভীর রাত্রে ভয়াবহ অগ্নিকান্ড ক্যানিং বাজার এলাকায়। ক্যানিং স্ট্রেডিয়াম সংলগ্ন ব্রিজ রোডের পাশের কয়েকটি দোকানে বৃহস্পতিবার ভোরে বিধ্বংসী আগুন লাগে।এই বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে যায় এগারো থেকে বারোটি দোকান। মিষ্টির দোকান, কাপড়ের দোকান , জুতো দোকানের মতো দোকান থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলেও তাতে কোন কাজ না হতেই খবর দেওয়া হয় ক্যানিং দমকলে। আর এই দোকান গুলোতে কয়েক লক্ষ লক্ষ টাকার মালপত্রের ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে অনুমান ঐ ক্ষতিগ্রস্ত দোকানদার দের। দীপাবলির আগে এই বিধ্বংসী আগুনে সর্বস্ব খুইয়ে পথে বসে যাওয়ার অবস্থা তাদের।এই অগ্নিকাণ্ডের খবর পৌঁছাতে ঘটনাস্থলে আসে ক্যানিং দমকলের তিনটি ইঞ্জিন। তাদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
দমকল সূত্রে খবর, এদিন রাত্রী ১:৩০নাগাদ আগুন লাগার খবর আসে। তবে প্রাণহারের কোন খবর নেই এখনো পর্যন্ত। যদিও এখনো পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট- সার্কিট থেকেই আগুন লাগে বলে। আর এই বিধ্বংসী অগ্নিকাণ্ড সম্পর্কে ক্যানিং ব্রিজ রোড ব্যবসায়ী সমিতির সম্পাদক সোনাই মোল্লা জানান যে, ” প্রত্যেক রাত্রে আমাদের ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কয়েকজন নাইট গার্ড রোজ পাহারা দেন বাজার। তারাই প্রথমে লক্ষ্য করেন যে কয়েকটি দোকান থেকে ধোঁয়া বের হচ্ছে। তারা তখন আমাদেরকে খবর দেয় এবং তারা নিজেরা বালতিতে করে জল দিয়ে ওই আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু দোকানগুলি কাপড়, জুতো সহ বিভিন্ন দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আর এই খবর পাওয়া মাত্রই আমরা স্থানীয় দমকল ও ক্যানিং থানায় খবর দিয়। তারা এসে আগুন নেভায়। তিনি আরও বলেন যে, দোকানগুলির ব্যাপক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সামনের দীপাবলির জন্য কয়েক লক্ষ লক্ষ টাকার মাল মজুত ছিল দোকানগুলিতে। আর এই ক্ষতিগ্রস্ত দোকানদার গুলির পাশে আমরা আছি এবং আমাদের যথাসাধ্য মতো তাদের কে আমরা সাহায্য করবো। তার সাথে আমাদের স্থানীয় বিধায়ক পরেশ রাম দাস ও আমাদের আশ্বাস দিয়েছেন যে,তিনি আমাদের এই ক্ষতিগ্রস্ত দোকানদারদের পাশে আছেন এবং যথাসাধ্যমত সাহায্যের চেষ্টা করবেন ‘।
সুন্দরবন টিভিতে কাজ করার জন্য ব্লক ভিত্তিক শিক্ষানবিশ রিপোর্টার চাই সত্ত্বর যোগাযোগ করুন 7479159697