প্রশান্ত সরকার, বাসন্তী, সদ্য মুক্তি পেল সুন্দরবনের মানুষের জীবন কথা নিয়ে তৈরী হওয়া স্বল্প দৈর্ঘ্যের বাংলা সিনেমা সবুজ দ্বীপের পাঠশালা। সুন্দরবনের সাধারণ মানুষের জীবনযাত্রা ও সুন্দরবনের প্রান্তিক গ্রামের বাঘ বিধবা পরিবারে জীবন যন্ত্রণার কথা ফুটে উঠেছে এই সিনেমায়। সবুজ দ্বীপের পাঠশালার স্বল্পদৈর্ঘ্যের সিনেমাটির কাহিনী,চিত্রনাট্য ও পরিচালনায় বিশ্বজিত্ পাল সুন্দরবনের মানুষের এই সিনেমাটিতে অভিনয় করার সুযোগ করে দিয়েছেন ।
সিনেমাটির সহকারী পরিচালক ছিলেন তন্ময় ।সংগীত পরিচালনায় সত্যজিত্ পাল এবং প্রযোজক কাকলী পাল। ক্যামেরায় এইচ আর রাহুল ও অরিত্র সা। স্বল্প দৈর্ঘ্য এই সিনেমাটিতে অভিনয় করেছেন সুন্দরবনের মানুষেরা। সবুজ দ্বীপের পাঠশালায় অভিনয় করেছে শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত শিক্ষক অমল নায়েক, ঈশিতা মন্ডল, পূজা সরদার, রুপা সূতার, ববিতা পাল দাস, আলপনা মন্ডল, বিশ্বজিত্ পাল, প্রশান্ত সরকার, অজয় হালদার, গৌতম বিশ্বাস, অনাথ শীল, নিতাই সূতার, রত্নদেব পাল, তন্ময় নস্কর । তবে এই সিনেমার অভিনয়ে আর্কষন করে তুলেছেন শিশু শিল্পী সর্বজিত্ পাল,জীবিকা সূতার ও ইন্দ্র মন্ডল।
সুন্দরবন টিভিতে কাজের জন্য শিক্ষানবিশ সাংবাদিক চাই।আজই সত্ত্বর যোগাযোগ করুন 7479159697
মেকাপ আর্টিস সুভাষ দাস ও কাজল নিখুঁত ভাবে সাজিয়ে তুলেছেন অভিনেতা অভিনেত্রীদের। সিনেমাটির কৃতজ্ঞতা স্বীকার ঝড়খালি সবুজ বাহিনী এবং ক্যানিং এস পি ডিজিটাল রেকডিং স্টুডিও, রাহুল সেবা সোসাইটি। এদিন দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকের ধনঞ্জয় চম্পাবতী স্মৃতি সভা গৃহে এই সবুজ দ্বীপের পাঠশালা স্বল্প দৈর্ঘ্যের সিনেমাটির শুভ মুক্তি পায়। এদিনের শুভ মুক্তি অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বাসন্তী বিধানসভা কেন্দ্রে বিধায়ক শ্যামল মন্ডল, নিউজ সারাদিন পত্রিকার সম্পাদক মৃত্যুঞ্জয় সরদার, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত বাউল শিল্পী স্বপন দত্ত, শিক্ষক প্রভুদান হালদার, ক্যানিং মহিলা থানার ওসি তনুশ্রী মণ্ডল, ক্যানিং মহকুমা হাসপাতালের সুপার অপূর্ব লাল সরকার ,পরিচালক বিকাশ বন্দ্যোপাধ্যায়,অভিনেত্রী মন্ময়ী কুন্ডু ,বাসন্তী পঞ্চায়েত সমিতির সভাপতি কামাল উদ্দিন লস্কর, বিশিষ্ট সাংবাদিক সৌগত মন্ডল সহ প্রমূখ। এদিন সবুজ দ্বীপের পাঠশালা সিনেমার শুভ মুক্তি অনুষ্ঠানের মঞ্চ থেকে সুন্দরবনের ১৪ জন প্রতিভাবানের হাতে তুলে দেওয়া হয় সুন্দরবন গৌরব সম্মান। সবুজ দ্বীপের পাঠশালা সিনেমাটি দেখতে ভীড় জমিয়েছিলেন গ্রামে গৃহবধূরা, স্কুল পড়ুয়ারা এছাড়াও প্রচুর মানুষ ভীড় করেছিলেন সিনেমাটি দেখার জন্য। ছবিটি শুভ মুক্তি দিন প্রশংসা কুরিয়েছেন বহু মানুষের। ইতিমধ্যে ছবিটি মুক্তি পেয়েছে টাইগার নিউজ বাংলায় ইউটিউব চ্যানেলে।