ঘূর্ণিঝড় 'সিত্রাং' মোকাবিলায় আগাম প্রস্তুতি শুরু সুন্দরবন জুড়ে

 

নুরসেলিম লস্কর, বাসন্তী : আয়লা,বুলবুল,ইয়াসের মতো ঘূর্ণিঝড় গুলি থেকে শিক্ষা নিয়ে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ মোকাবিলায় আগাম প্রস্তুতি শুরু সুন্দরবন জুড়ে। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ আগামী দু-একদিনের মধ্যে পরিণত হবে সাইক্লোনে। আর এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে এবং তা ২৪ শে অক্টোবরে ঘূর্ণিঝড়ে রূপ নেবে বলে আগেই জানিয়েছিল ‘IMD’। এই ঘূর্ণিঝড়ের নামকরণ ‘সিত্রাং’ নামে করা হয়েছে।আর এই সতর্কতার পর পরিস্থিতি মোকাবিলায় তৎপর নবান্ন থেকে শুরু করে জেলা প্রশাসনগুলি। ইতিমধ্যেই লক্ষ্য করা গিয়েছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী, ঝড়খালি,গোসাবার মতো সুন্দরবন এলাকা গুলিতে স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। 

ঘোষণা করা হচ্ছে ঝড়ের আগে স্থানীয় মানুষদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য এবং মৎস্যজীবীদের নদীতে যেতে নিষেধ করা ও তার পাশাপাশি যেসব মৎস্যজীবীরা নদীতে আছে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে স্থলভাগে নিয়ে আসার ব্যবস্থাও চলছে। সেই সঙ্গে বিশেষভাবে প্রশাসনের তরফ থেকে নজর দেওয়া হচ্ছে কালী পূজার পূজা মন্ডপ গুলিতে। আর মাত্র দুদিন বাকি কালী পূজার। তৈরি হয়ে গিয়েছে সমস্ত পূজা মন্ডপ। তাই সেই সমস্ত পূজা মণ্ডপ গুলির ভিত শক্ত পোক্ত আছে কিনা সে বিষয়ে বিশেষ নজরদারি চালাচ্ছে জেলা প্রশাসন। কারণ পুজা মণ্ডপ গুলির ভিত শক্ত পোক্ত না হলে ঝড়ে ওই পূজা মণ্ডপ গুলি ভেঙে গিয়ে যেকোনো সময় বড় কোন দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় শুক্রবার এসডিও ক্যানিং, প্রতীক সিং- এর নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক হয় ক্যানিং এসডিও অফিসে।

সুন্দরবন টিভিতে কাজের জন্য শিক্ষানবিশ সাংবাদিক চাই।আজই সত্ত্বর যোগাযোগ করুন  7479159697

 আর এই ঘূর্ণিঝড় সিত্রাং সম্পর্কে দক্ষিণ ২৪ পরগনা জেলার ডিএম সুমিত গুপ্তা জানান যে, ” কালীপূজা তার পর আবার জগদ্ধাত্রী পূজার জন্য আমরা প্রশাসনিকভাবে তৎপর রয়েছি নদী পাড় গুলি থেকে কিভাবে ঠাকুর বিসর্জন করা যায়। আর আবহাওয়া দপ্তর থেকে আমাদের একটি নিম্নচাপের কথা জানানো হয়েছে কিন্তূ  তার গতি বা অভিমুখ সম্পর্কে কিছু জানানো হয়নি এখনো। আর ঝড়ের জন্য আমরা আমাদের সমস্ত প্রশাসনিক দপ্তর থেকে শুরু করে সমস্ত সাইক্লোন সেন্টারগুলিকে এলার্ট থাকার জন্য বা সতর্ক থাকার জন্য বলেছি। সেই সঙ্গে পর্যাপ্ত পরিমাণ জল ও খাবারের ব্যবস্থা করা হচ্ছে সমস্ত সাইক্লোন সেন্টার গুলিতে। সেই সঙ্গে আমাদের তরফে একটি কন্ট্রোল রুমও খোলা হচ্ছে এবিষয়ে”।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন