প্রশান্ত সরকার, নুর সেলিম লস্কর, পলাশ তরফদার, এরশাদ হোসেন
প্রত্যন্ত সুন্দরবনের পিছিয়ে পড়া মানুষের জীবন কথা তুলে ধরতে টিম সুন্দরবন টিভি বেরিয়ে পড়েছিলাম পুজো পরিক্রমায়। এখনো নোনা মাটির দেশের মানুষদের দুমুঠো ভাতের জোগাড় করতে হিমশিম খেতে হয়। তাদের কাছে কলকাতার ঝা চকচকে রং বাহারি আলো আর লাখ টাকার বাজেটের কাছে সুন্দরবনের পূজো তুচ্ছ। সুন্দরবন টিভি সাধারণ মানুষের জনজীবনকে তুলে ধরার জন্য এক পদক্ষেপ গ্রহণ করেছে। সুন্দরবনের মানুষগুলো তাদের আবেগ ভালবাসা কোন অংশে কম নয়। সাধ্য মতন চেষ্টা করেছে পুজো প্যান্ডেল সাজিয়ে দুর্গা প্রতিমা তোলার। সুন্দরবনের এই প্রথমবার প্রত্যন্ত গ্রামগুলি পূজা মন্ডপে মন্ডপে ঘুরে সম্মান তাদের উদ্যোগকে সম্মান জানালাম সুন্দরবন টিভি শারদ সম্মান দিয়ে। আমরা তিনটি বিষয়ের উপর সুন্দরবনের পিছিয়ে পড়া গ্রামগুলির পূজা মন্ডপের উপর পুরস্কৃত করেছি। প্রথমত – সেরা প্রতিমা , দ্বিতীয়ত – সেরা পরিবেশ ভাবনা, তৃতীয়ত – সেরা পাড়ার পুজো । প্রথম বছর আমরা তিনটি ব্লক জুড়ে সুন্দরবন টিভি শারদ সম্মান আয়োজন করেছিলাম ১.বাসন্তী ব্লক, ২.গোসাবা ব্লক, ৩.ক্যানিং -১ ব্লক । আমাদের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি জারি করেছিলেন আমাদের সুন্দরবন টিভি শারদ সম্মানে শগ্রহণ করার জন্য। আমরা উনিশটি পূজো কমিটির থেকে সারা পেয়েছিলাম । আমরা চেষ্টা করেছিলাম প্রতিটি পূজো প্যান্ডেলে পৌঁছানোর। গ্রামের অলি গলি পথ ধরে আমরা পৌঁছে গেছিলাম প্রতিটি পুজো কমিটির কাছে। এবার দেখে নেওয়া যাক কোন ব্লকের কোন পুজো কমিটি কি শারদ সম্মান পেলেন।
বাসন্তী ব্লকের বাসন্তী ব্লকের সেরা প্রতিমায় সুন্দরবন টিভি শারদ সম্মান পেলেন
প্রথম হয়েছেন বাসন্তীর রাধাবল্লভপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি।
দ্বিতীয় হয়েছেন ঝড়খালীর পার্বতীপুর সর্বজনীন দুর্গাপূজা কমিটি।
তৃতীয় হয়েছেন উত্তর মোকাম বেরিয়ার পিচ খালি এফ. পি শ্রী শ্রী দুর্গাপুজো কমিটি।
বাসন্তী ব্লকের সেরা পরিবেশ ভাবনায় সুন্দরবন টিভি শারদ সম্মান পেলেন
প্রথম হয়েছেন চুনাখালি সর্বজনীন দুর্গোৎসব কমিটি।
পরিবেশ ভাবনায় দ্বিতীয় হয়েছেন বাসন্তী চৌমাথা সর্বজনীন দুর্গাপুজো কমিটি।
পরিবেশ ভাবনায় তৃতীয় হয়েছেন চড়াবিদ্যা সর্বজনীন শ্রী শ্রী দুর্গাপূজো কমিটি।
বাসন্তী ব্লকের সেরা পাড়ার পুজোয় সুন্দবন টিভি শারদ সম্মান পেলেন।
সেরা পাড়ার পুজোয় প্রথম হয়েছেন উত্তর রামচন্দ্র খালি মহিলাপুজো কমিটি বীণাপাণি মাতৃ সংঘ।
সেরা পাড়ার পুজোয় দ্বিতীয় হয়েছে উত্তর মোকামবেড়িয়া গ্রামবাসী বৃন্দ পালবাড়ি দুর্গাপূজা কমিটি।
সেরা পাড়ার পুজোয় তৃতীয় হয়েছে তালদহ শিকারি পাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি।
গোসাবা ব্লকের সেরা প্রতিমায় সুন্দরবন টিভি শারদ সম্মান পেয়েছেন উত্তর-পশ্চিম গদখালি সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি।