জল সংরক্ষণ করতে পথে নামলেন সেচ্ছাসেবী সংস্থা

 

পলাশ তরফদার, বাসন্তী : বিশ্ব জল দিবস বাসন্তী ব্লকের সেচ্ছাসেবী সংস্থা জয় গোপাল পুর গ্রাম বিকাশ কেন্দ্রর পক্ষ থেকে মাইকিং প্রচার মাধ্যমে এলাকায় সচেতনতা।এক ফোঁটা জল এক ফোঁটা জীবন অর্থাৎ জলই জীবন বাসন্তী সহ বিভিন্ন ব্লকের জলের জন্য হাহাকার শুরু হয়েছে। বেশির ভাগ টিউবওয়েল গুলো শুকিয়ে যাচ্ছে। ভবিষ্যতে খাদ্যর অভাবে নয়, মানুষ্যকুল মরবে জলের অভাবে বিশেষজ্ঞরা বলছেন। ইতি মধ্যে বিভিন্ন জায়গায় জলের জন্য গ্রামবাসীদের বিক্ষোভ শুরু হয়েছে। তবে সুন্দরবন নদী বেষ্টিত দ্বীপ বেশির ভাগ জলাশয় নোনা জল ভরপুর।যা পানীয় জন্য একে বারেই অযোগ্য। পানীয় মিষ্টি জলের জন্য গ্রামবাসীদের নিত্যদিন দীর্ঘ রাস্তা অতিক্রম করে পানীয় জল আনতে হয়। 

এছাড়া মাটির নীচের জল পরিশোধিত করে অধিক মূল্যে বেআইনি ভাবে বিক্রি হচ্ছে। তার জন্য যথেষ্ট ভাবে তোলা হচ্ছে ভূগর্ভস্থ পানীয় জল। এছাড়া এলাকায় শ্যালো পাম্পের এর দাপট বেড়ে চলেছে যার ফলে গ্রীষ্ম কাল আসলে টিউবওয়েল গুলো জল শুকিয়ে যাচ্ছে। বিশ্ব জল দিবস সচেতন বার্তা জল অপচয় বন্ধ করতে এমনি উদ্যোগে পথে নামলো সেচ্ছাসেবী সংস্থা জয় গোপাল পুর গ্রাম বিকাশ কেন্দ্র। এই সংস্থা এর পক্ষ থেকে এলাকায় প্রতি টিউবওয়েল জল অপচয় বন্ধ করতে সাইনবোর্ড ও সচেতন মূলক দেয়াল লিখন কাজ করে চলেছে। ইস্কুল ছাত্র ছাত্রীদের ক্লাস মাধ্যমে কি ভাবে বৃষ্টি জল ধরে সংরক্ষণ বিষয়ে বার্তা। সুন্দরবন কে সুবজ রাঙিয়ে তোলার জন্য নদী বাঁধে ম্যানগ্রোভ লাগানো জন্য এলাকাবাসী কাছে বিশেষ মাংকি প্রচার।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন