বিধায়কের বিরুদ্ধে কটুক্তিকর মন্তব্য। প্রতিবাদে ধিক্কার মিছিল তৃণমূলের।

 

নুরসেলিম লস্কর, গোসাবা : দক্ষিণ ২৪ পরগনা জেলার গোসাবা বিধানসভার তৃণমূল কংগ্রেস বিধায়ক সুব্রত মন্ডল কে নিয়ে বিরোধী দল গুলির বিভিন্ন নেতা কর্মীর কু -মন্তব্য করার অভিযোগ তুলে শুক্রবার মসজিদ বাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিধায়ক বিরোধী মন্তব্যের প্রতিবাদে মিছিল করে মসজিদ বাটি অঞ্চল তৃণমূল কংগ্রেস। বিধায়ক বিরোধী মন্তব্য প্রসঙ্গে উল্লেখ্য যে,গোসাবা বিধানসভার বিধায়ক সুব্রত মন্ডলের বিরুদ্ধে বিরোধীরা অভিযোগ তলেন যে, তিনি নাকি বিধায়ক উন্নয়ন তহবিলের টাকায় সাধারণ মানুষের উন্নয়ন হবে তেমন কোন কাজ না করে তিনি তার ভ্রমণের জন্য একটি বিলাস বহুল ওয়াটার বোর্ড তৈরী করিয়েছেন। আর এই ঘটনা সামনে আসতে বিরোধীরা বিধায়ক কে তীব্র সমালোচনা করে। আর এই সমালোচনা করার সময় আর এস পি, বিজেপি সহ আই এস এফ এর মতো বিরোধী দলের নেতা কর্মীরা নাকি বিধায়ক কে ব্যাক্তিগত আক্রমণ থেকে শুরু করে তার বিরুদ্ধে বিভিন্ন কু-মন্তব্য করেছেন। যার প্রতিবাদে আজ এই ধিক্কার মিছিল। এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন মসজিদ বাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অলকেশ বেনিয়া ও কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক। শুক্রবার মসজিদ বাটি বাজার এলাকায় মিছিল করে মসজিদ বাটি অঞ্চল তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানায় তারা ।

               

আর এই মিছিলের ব্যাপারে জানতে চাইলে মসজিদ বাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের  সভাপতি অলকেশ বেনিয়া বলেন, আমাদের গোষ্ঠী দ্বন্দ্ব বলে কিছু নেই বিধায়ক সুব্রত মন্ডল যেভাবে সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছেন যেভাবে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা বেড়ে যাচ্ছে তাতে দলের কিছু দুর্নীতিপরায়ণ লোকের ও বিরোধীদের মাথা ব্যাথার কারণ হচ্ছে বিগত দিনে এমন কোনরকম মন্তব্য আর বরদাস্ত করা হবে না মসজিদ বাটি থেকে সেই সমস্ত কটুক্তি কর মন্তব্য করা লোকেদের উদ্দেশ্যে কড়া ভাষায় জবাব দিলাম আমরা মজিবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেস। তিনি এদিন আরো বলেন সামনেই পঞ্চায়েত নির্বাচন পঞ্চায়েত নির্বাচনে সুব্রত মন্ডল কে দেখে সাধারণ মানুষ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে গোসাবার সমস্ত অঞ্চল আবারো তৃণমূল কংগ্রেসের হাতে তুলে দেবেন সাধারণ মানুষ।

   আর তৃণমূলের এই অভিযোগের উত্তর দিয়ে বিজেপি নেতা সঞ্জয় নায়েক, বিকাশ সরদার রা বলেন, “যে গোসাবা তে বিরোধীদের বিধায়ক কে কু-কথা বা সমালোচনা করার দরকার পড়ে না তা আমাদের হয়ে তৃণমূলের ওপর একটা গোষ্ঠী করে দেয়। তা আপনারা দেখেছেন। প্রকাশ্যে আমরা ও আপনারা দেখেছেন তৃণমূল তৃণমূল কে মারছে, পিটছে তারাই বিধায়ক কে কু কথা, কু মন্তব্য করছে। আর পঞ্চায়েত নির্বাচন শুধু নয় বাংলায় যদি সুস্থ স্বাভাবিক নির্বাচন হয় তাহলে শুধু গোসাবা নয় বাংলা থেকে তৃণমূল মুছে যাবে “। আর এবিষয়ে আর এস পি নেতা আদিত্য জোড়দার বলেন,”বামপন্থা কখনো ব্যাক্তিগত আক্রমনে রাজনীতি করে না। আমরা নীতি, আদর্শের রাজনীতি করি আর গোসাবার বিধায়ক বিধায়ক তহবিলের টাকার বোর্ড বানাচ্ছে কিন্তূ সামনে বর্ষা কাল আসছে গোসাবার মানুষ আবার ভিটে মাটি ছাড়ার ভয়ে ঘুমাতে পারছে না। তিনি সেই মানুষ গুলোর কথা ভেবে নদী বাঁধ গুলো আগে ঠিক না করে ঐ সব করছেন। আর পঞ্চায়েত ভোটের আগে এখন শুধু তৃণমূলের নেতাদের ঐ একটা কাজ ভুল ভাল বোকে বাজার গরম করা। এই মিছিল তার একটা পাঠ “।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন