আইপিএলের দৌলতে আস্ত একটি গাড়ির মালিক হলেন সুন্দরবনের এক যুবক

 

নুরসেলিম লস্কর, বাসন্তী : আইপিএলের দৌলতে আস্ত একটি গাড়ির মালিক হলেন সুন্দরবনের এক যুবক মিরাজ লস্কর। প্রথমে শুনলে মনে হবে সিনেমার গল্প কিংবা নিছক মজা। কিন্তূ সত্যি এমনটায় ঘটেছে প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তী থানার অন্তগত ভাঙ্গণখালির গ্রামের বাসিন্দা পেশায় দর্জি মিরাজ লস্করের সাথে। স্ত্রী ও ছেলে কে নিয়ে একচিলতে মাটির বাড়িতে বসবাস করেন মিরাজ।১৫ই এপ্রিল বাঙালির শুভ নববর্ষের দিনে জিও সিনেমায় বেঙ্গালুরু বনাম দিল্লির আইপিএলের লাইভ ম্যাচ সম্প্রচার দেখার সময় মিরাজ দেখে যে, সেখানে একটি প্রতিযোগিতা হচ্ছে “জিতো ধন ধনা ধন” সেখানে অনলাইনের মাধ্যমে আসা প্রশ্ন গুলির উত্তর দিতে থাকে মিরাজ। 

তার পর হটাৎ মিরাজের কাছে ফোন আসে যে, সে “জিতো ধন ধনা ধন” প্রতিযোগিতায় সব চেয়ে বেশি প্রশ্নের উত্তর দিয়ে বিজয়ী হয়েছে সে। এবং পুরস্কার হিসাবে মারুতি সুজুকি ব্যালেনো গাড়ি দেওয়া হবে তাকে। সেই সঙ্গে তাকে জানানো হয় এই গাড়ি মুম্বাই থেকে প্রথমে কালীঘাট শোরুমে আসবে। তার পর সেখান থেকে তার হাতে গাড়িটিকে পুরস্কার হিসাবে তুলে দেওয়া হবে। আর মিরাজ চাইলে গাড়ির চালক দিয়ে গাড়ি তার বাড়িতে পাঠানোর ব্যবস্থাও করে দেবেন তাঁরা।ছোট থেকে মিরাজের ক্রিকেট প্রেম গ্রামের কারোর অজানা নয়। আর সেই প্রেমের জোরেই আজ ঝাঁ চকচকে একটা গাড়ির মালিক হলো মিরাজ। আর মিরাজের গাড়ি জেতার খবর ছড়িয়ে পড়তেই গ্রামে হইচই পড়ে গিয়েছে। আরও হওয়ারি তো কথা কারণ মিরাজের গ্রামে তো কারো নিজেস্ব গাড়ি নেই।

     

 

আর আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ফ্যান ও বিরাট ভক্ত মিরাজ আমাদের বললেন, ‘আমি ছোট থেকে ক্রিকেট ভক্ত। ভারতের সব ম্যাচ দেখার পাশাপাশি আইপিএলেরও ম্যাচ গুলি দেখি । আর আমি নাইট রাইডার্সের ও বিরাটের ভক্ত হওয়ার ফলে কেকেআর ও আরসিবির কোন ম্যাচ দেখা বাদ দিয়না। আর আজ আরসিবির ম্যাচ বা বিরাটের খেলা দেখতে বসে এই গাড়ি জিতলাম তার জন্য আরও ভালো লাগছে। মিরাজ আরও বলেন যে, আমার গাড়ি জেতার খরব পেয়ে আমার বন্ধু বান্ধব সহ আত্মীয় স্বজনরাও খুব খুশি হয়েছে। সকলের আবদার তাঁদের কে আমার এই খুশি তে খাওয়াতে হবে বলে। আর গাড়ি হাতে পেলে নিশ্চয় খাওয়াবো গ্রামের সবাইকে আমি’। এর পর মিরাজ গাড়ি চালাতে পারে কি না তা জানতে চাইলে সে বলে, আমি গাড়ি চালাতে পারিনা। তবে খুব তাড়াতাড়ি শিখে নেবো তার পর একটা লাইসেন্সও করিয়ে নেবো। এর পর মিরাজের বাড়িতে গাড়ি রাখার জায়গা আছে কি জিজ্ঞাসা করলে হালকা হেঁসে মিরাজ জানাই, তার মাটির বাড়িটার পাশে কিছু টা ফাঁকা জায়গা আছে সেখানে এখন গাড়িটা রাখা হবে বলে।আর এখন মিরাজ সহ সমগ্র সুন্দরবন অধীর অপেক্ষায় রয়েছে। কবে আসবে সেই মহেন্দ্রক্ষণ। কবে বরণ করে ঘরে তুলবে তাঁদের সেই মহার্ঘ্য অতিথি কে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন