নুরসেলিম লস্কর : গোসাবা : করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় নিখোঁজ গোসাবা ব্লকের সাতজেলিয়া আনন্দপুর গ্রামের সুকুমার সরকারের পরিবারের সাথে দেখা করলেন গোসাবার বিধায়ক সুব্রত মন্ডল। নিখোঁজ ওই ব্যক্তির পরিবারকে কিছু সামগ্রী ও ব্যক্তিগতভাবে কিছু আর্থিক সাহায্য করেন তিনি এছাড়াও, রাজ্য সরকার সর্বদাই তাদের পাশে থাকবেন এবং সবরকম সহযোগিতা তাদেরকে করা হবে এমনটাই জানান তিনি। এদিন তিনি আরো বলেন গো সভা ব্লকের প্রত্যন্ত অঞ্চল থেকে বহু পরিযায়ী শ্রমিক এই করমন্ডল এক্সপ্রেসে করে তামিলনাড়ু বা চেন্নাইতে বিভিন্ন জায়গায় কাজে ও চিকিৎসার জন্য বেরিয়েছিলেন। কিন্তু হঠাৎই এই দুর্ঘটনা এটা খুব মর্মান্তিক ঘটনা এই ঘটনায় জন্য সরকার সব রকম ব্যবস্থা করবে এবং গোসাবা ব্লকের থেকে যারা ওই ট্রেনে চেন্নাই যাচ্ছিল তাদের সকলের সুস্থভাবে ফিরে আসা কামনা করেন তিনি যারা নিখোঁজ আছে তাদেরকে খোঁজারও চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। এভাবেই বিপদের দিনে সবসময়ই সাধারণ মানুষের পাশে দাঁড়ান গোসাবার বিধায়ক সুব্রত মন্ডল এমনটাই জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারাও।