সুন্দরবনে আইএফএ সভাপতি অজিত ব্যানার্জি ও সহ-সভাপতি সৌরভ পাল।

 সুন্দরবনে আইএফএ সভাপতি অজিত ব্যানার্জি ও সহ-সভাপতি সৌরভ পাল।

নুরসেলিম লস্কর, ক্যানিং : কলকাতা ময়দানের জোর কদমে চলছে আইএফএ পরিচালিত কলকাতা ফুটবল লীগ। আর লীগ শুরু হতেই ময়দানে ঝড় তুলছে মোহনবাগান, ইস্টবেঙ্গল ও অভিষেক ব্যানার্জীর ডায়মন্ড হারবার এফসি। আর ঠিক সেই সময় শুক্রবার সাঁঝ সকালে সুন্দরবনে দেখা গেল আই এফ এ সভাপতি অজিত বন্দোপাধ্যায় ও সহ-সভাপতি সৌরভ পাল কে। এদিন আই এফ এ সভাপতি ও সহ-সভাপতি কে প্রথমে দেখা গেল ক্যানিং ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে। সেখানে তারা মাঠ থেকে শুরু করে ড্রেসিংরুম সমস্ত কিছু পরিদর্শন করেন। এখানেই উল্লেখ্য যে, গত সিজনে এই ক্যানিং ক্রীড়াঙ্গনে কলকাতা ফুটবল লীগের বেশ কিছু ম্যাচ হয়েছিল। কিন্তু এবারে এখনো পর্যন্ত আই এফ এ – এর সূচি অনুযায়ী কোন ম্যাচ পাইনি এই ক্যানিং ক্রীড়াঙ্গন। তবে আই এফ এ সভাপতি ও সহ -সভাপতি ক্যানিং স্টেডিয়াম পরিদর্শনের পর কিছুটা হলেও আশায় বুক বাঁধছে সুন্দরবনের ফুটবলপ্রেমীরা। তবে কি আবারও তাদের ভাগ্যে কলকাতা লীগের ম্যাচ দেখার ভাগ্য হবে ক্যানিং স্টেডিয়ামে বসে? সেটা সময় বলবে। এরপর আইএফএ সভাপতি ও সহ-সভাপতি পৌঁছে যান কুলতলী মিলন তীর্থ সোসাইটিতে। সেখানে সুন্দরবন মোহনবাগান ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় ও সহ-সভাপতি সৌরভ পাল কে সবুজ মেরুন উত্তরীয়,পুষ্পস্তবক সহ তাদের ফ্যান্স ক্লাবের নিজস্ব জার্সি তুলে দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

       

তারপর প্রত্যন্ত সুন্দরবনের পাঠানখালীতে পাঠানখালী সুন্দরবন নার্সারি ফুটবল কোচিং সেন্টার আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টে অতিথি হিসেবে যোগদেন তাঁরা। সেখানে সুন্দরবন নার্সারি ফুটবল কোচিং সেন্টর আয়োজিত পাঠানখালী আঞ্চলিক লীগের ফাইনাল খেলা আজ অনুষ্ঠিত হয়। পাঠানখালী হাইস্কুল বনাম বটতলী ক্লাবের মধ্যে। ফাইনালে পাঠান খালি হাই স্কুলকে ৩ – ০ গোলের ব্যবধানে পরাজিত করে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয় বটতলী ক্লাব। আর এই ফুটবল টুর্নামেন্টে অতিথি হিসাবে উপস্থিত থাকা আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় বলেন, ” প্রত্যন্ত সুন্দরবনে এত সুন্দর একটি ফুটবল টুর্নামেন্ট দেখে সত্যিই খুবই ভালো লাগছে। আগামী দিনে আইএফএ সুন্দরবনের এরকম টুর্নামেন্ট গুলি যাতে আরো সুন্দরভাবে আয়োজন করা যায় সেদিকে নজর দেবে এবং সুন্দরবনের ফুটবলারদের তুলে আনতে আইএফএ সমস্ত রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেবে “। আর সভাপতির পর সহ-সভাপতি সৌরভ পাল বলেন,” আইএফএ তার সাধ্যমত নিশ্চয়ই চেষ্টা করবে, সেই সঙ্গে আমি নিজেও ব্যক্তিগতভাবে সুন্দরবনের ফুটবলের জন্য যতটা সম্ভব সহযোগিতা করা যায়। তার সব রকম চেষ্টা করবো “।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন