আবারও অশান্তি বাসন্তীতে! ধারালো অস্ত্রের কোপ প্রধানের স্বামীকে
নুরসেলিম লস্কর, বাসন্তী : পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে বাসন্তী তে পঞ্চায়েত প্রধানের স্বামীকে ধারালো অস্ত্রের কোপ। জ্বললো একের পর এক বাড়ি। রাজ্যে পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার দিন থেকে সমগ্র বাংলা জুড়ে যে অশান্তির সূচনা হয়েছিল, তা ভোট গ্রহণ সহ ভোট গণনা পর্ব মেটার পরও ভোট পরবর্তী হিংসায় জর্জরিত হতে হয়েছিল রাজ্যের একের পর এক জেলার একের পর এক গ্রাম পঞ্চায়েত এলাকা। আর সেই অশান্তি বুধবার পঞ্চায়েতের বোর্ড গঠনের দিনেও অব্যাহত থাকলো দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। এ দিন যেমন, বাসন্তী গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধান তথা এদিনের বোর্ড গঠনে আবারও প্রধান নির্বাচিত হওয়া পারুল মন্ডলের স্বামী শ্রীরাম মন্ডলের গলায় ছুরি মারার অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। সেই ক্ষোভে অভিযুক্ত দুষ্কৃতীদের বাড়িতে অগ্নিসংযোগ ঘটায় ক্ষোভে উন্মত্ত জনতাও।
স্থানীয় সূত্রে জানাযায়, এদিন বাসন্তী বাজারের একটি চায়ের দোকানে বসে ছিলেন বাসন্তী গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী শ্রীরাম মন্ডল। তখনই হটাৎ করে বাইকে চড়ে কয়েকজন দুষ্কৃতী এসে আচমকায় শ্রীরাম মন্ডলের গলায় ধারালো ছুরির কোপ দিয়ে তৎক্ষণাৎ ঘটনা স্থল ছেড়ে তারা পালিয়ে যায়। এরপর স্থানীয় লোকজন শ্রীরাম মন্ডল কে উদ্ধার করে প্রথমে ক্যানিং হাসপাতালে নিয়ে আসলে সেখানে তার শারীরিক অবস্থা সংকট জনক হওয়ায় কলকাতাr এসএসকেএম এ স্থানান্তরিত করা হয়। সেখানে বর্তমানে তার চিকিৎসা চলছে। আর শ্রীরাম বাবুর এই ঘটনায় ঐ এলাকার স্থানীয় মানুষজন ক্ষোভে এই ঘটনায় অভিযুক্ত দের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এরপর ঘটনা স্থলে ক্যানিংয়ের এসডিপিও দিবাকর দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও দমকলের কয়েকটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আর এই ঘটনায় পঞ্চায়েত প্রধানের ছেলের সাথে যোগাযোগ করলে তিনি এবিষয়ে কোন কিছু বলতে চাননি। তবে এই ঘটনায় তৃণমূলের বিরোধী দল গুলির বক্তব্য, ” বাসন্তীর এই ঘটনা তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফল “। কিন্তূ বিরোধীদের এই দাবি অস্বীকার করেছে বাসন্তীর তৃণমূল কংগ্রেসের নেতারা।