ঝড়খালিতে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধপান সপ্তাহ উৎযাপন।
পলাশ তরফদার, বাসন্তী : আজ দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকের ঝড়খালি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধপান সপ্তাহ উৎযাপন করা হলো। সমগ্র বিশ্ব জুড়ে গত ১অগাস্ট থেকে শুরু হয়েছে এই বিশ্ব মাতৃদুগ্ধপান সপ্তাহ পালন। চলবে ৭ই অগাস্ট পর্যন্ত। আর সমগ্র বিশ্বের দেশ গুলির সাথে সাথে আজ এরাজ্যের প্রত্যন্ত সুন্দরবনের ঝড়খালি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ঐ অঞ্চলের সমস্ত আশাকর্মী,icds কর্মীদের সাথে ঝাড়খালী ও তার আসপাশের গ্রামের গৃহবধূদের সঙ্গে নিয়ে এই বিশ্ব মাতৃদুগ্ধপান সপ্তাহ পালন করা হলো। ঝড়খালি গ্রাম পঞ্চায়েতের এদিনের এই বিশ্ব মাতৃদুগ্ধপান সপ্তাহ পালন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝড়খালি কোস্টাল থানার ওসি প্রদীপ কুমার রায় ঝড়খালি গ্রাম পঞ্চায়েত বিভিন্ন স্তরের কর্মী।
আশা, আইসিডিএস, গ্রামীণ সম্পাদ কর্মী, অনুষ্ঠানে শুভঃ সূচনা হয় প্রদীপ জ্বালিয়ে সকল মায়েদের নিয়ে রেলি করা হয়, ঝড়খালি বাজার সংলগ্ন এলাকায়। সাধারণ মানুষদের বোঝাতে আইসিডিএস কর্মীদের এমন উদ্যোগ । আইসিডিএস সুপারভাইজার কর্মী বলেন সাধারণ মায়েদের মাতৃ দুগ্ধ কতটা গুরুত্ব একজন ছোট্ট শিশু শুধু মাত্র বুঝতে পারে। বর্তমান যুগে মাতৃদুগ্ধ বাদ দিয়ে নানান কিছু শিশুদের খাওয়ানো হয়। এর ফলে শিশুর অনেক রোগস্ত হয়ে পড়ে। শরীররে জোর পায়না। তাই জিরো থেকে দু বছর শিশুদের মাতৃদুগ্ধ সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার।