তালদহ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।

 তালদহ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।

নুরসেলিম লস্কর, বাসন্তী : সোমবার দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর আমঝাড়া তালদহ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শান্তি লতা সরদারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হলো। আজকেরের এই আবেগঘন পরিবেশে স্কুলের সমস্ত শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীরা সহ স্কুলের সকল ছাত্র-ছাত্রীদের আয়োজনে স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় তাদের প্রিয় প্রধান শিক্ষিকার এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। আর যাকে ঘিরে এত আয়োজন সেই আমঝাড়া তালদহ অবৈতনিক প্রাথমিক বিদ্যালযয়ের প্রধান শিক্ষিকা শান্তি লতা সরদার ১৯৯৯ সাল থেকে এই স্কুলে শিক্ষাগতা করে আসছেন। আর তার এই সুদীর্ঘ শিক্ষাগতা জীবনে শিক্ষগতা করতে করতে এই স্কুলের সাথে যেন তাঁর এক নাড়ির সম্পর্ক গড়ে উঠেছিল। তাইতো আজ যখন তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সহকর্মী শিক্ষক,শিক্ষিকা থেকে শুরু করে তার প্রিয় সন্তান সম ছাত্র-ছাত্রীদের হাত থেকে বিভিন্ন উপহার নিচ্ছিলেন তখন তার দু চোখের ভেজা কণা গুলি যেন বলে দিচ্ছিলেন যে, এই স্কুল তাঁর কাছে শুধু মাত্র স্কুল নয় তার থেকেও আরো কিছু। কারণ স্কুলের পড়ুয়া ছিল তার কাছে সন্তানের মতো। তাদের পড়াশোনা থেকে শুরু করে খেলা ধুলা সমস্ত বিষয়ের উপর তার সব সময় নজর থাকতো। যেমন, ওঁনার চেষ্টায় ঐ স্কুলের কিছু ছাত্র-ছাত্রীরা একবার রাজ্য স্তর পর্যন্ত অংশগ্রহণ করতে পেরেছিল খেলাধুলায়। আর তাই যেমন প্ৰিয় ছাত্র-ছাত্রীদের ছেড়ে যেতে হবে বলে তিনি নিজে কষ্ট পাচ্ছেন তেমনি ছাত্র ছাত্রীরাও কষ্ট পাচ্ছে তাদের প্ৰিয় প্রধান শিক্ষিকাও কে ছেড়ে দিতে হবে বলে।

    

আর এদিনের এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,তাড়হদ শিকারী পাড়া জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষক সুশীল কুমার মন্ডল ও ঐ স্কুলের সভাপতি তথা আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য সঞ্জয় শিকারী সহ আরো বিশিষ্ট জনেরা।আর এদিনের অনুষ্ঠানে অথিতি হিসাবে উপস্থিত থাকা স্কুল সভাপতি সঞ্জয় শিকারী বলেন, ” যে কোন প্রতিষ্ঠান সুষ্ঠ ভাবে পরিচালনা করতে হলে শুধুমাত্র দক্ষ প্রশাসক বা কর্ণধার হলেই প্রতিষ্ঠান চলবে না – তাঁকে হতে হবে দায়িত্বশীল অভিভাবক। যা আমাদের প্রধান শিক্ষিকা খুবই সুন্দর ভাবে পালন করে এসেছেন “। শেষে বিদায়ী প্রধান শিক্ষিকা শান্তি লতা সরদারের হাতে স্কুলের পক্ষ থেকে স্বারক সহ নানান উপহার তুলে দেওয়া হয়। সেই সঙ্গে স্কুলের পাশাপাশি ছাত্র ছাত্রীরাও ব্যাক্তিগত ভাবে বিভিন্ন উপহার তুলে দেয় তাদের প্ৰিয় বিদায়ী প্রধান শিক্ষিকার হাতে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন