বাসন্তীতে গ্রামে গ্রামে ঘুরছে রাজা! শুনছেন অভাব-অভিযোগ

 বাসন্তীতে গ্রামে গ্রামে ঘুরছে রাজা! শুনছেন অভাব-অভিযোগ



নুরসেলিম লস্কর, বাসন্তী : অনিল কাপুরের ‘নায়ক’ সিনেমার কথা মনে আছে? কিংবা মিঠুন চক্রবর্তীর ‘এম.এল.এ ফাটাকেষ্ট’? যেখানে রাজ্যবাসীর দুর্দশার অভিযোগ শুনতে নিজেই সাধারণ মানুষের কাছে পৌঁচ্ছে যাচ্ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শিবাজী রাও কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী ফাটাকেষ্ট। যা দেখে সেসময় অনেকেই বলেছিল, এমন ঘটনা সিনেমাতেই হয়, বাস্তবে নয়। তবে এবার এমই দৃশ্য ধরা পড়লো দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকের আমঝাড়া গ্রামে। না  মুখ্যমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী নন। গ্রামবাসীদের অভাব-অভিযোগ শুনতে একেবারে তাঁদের কাছেই পৌঁচ্ছে যান বাসন্তী পঞ্চায়েত সমিতির সদস্য তথা বাসন্তী ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা রাজা গাজী।ঘড়িতে তখন দুপুর ২টা। গ্রাম পঞ্চায়েত সদস্য, একলার সমাজসেবীদের সঙ্গে নিয়ে রাজা বেরিয়ে পড়লো প্রজা সেবায়! গ্রামে ঘুরে ঘুরে তিনি কথা বললেন সাধারণ মানুষদের সাথে। শুনলেন তাদের নানান অভাব-অভিযোগের কথা।আর সমস্যা, অভাব-অভিযোগের কথা শোনার পর দ্রুত সমস্যা গুলির সমাধানের আশ্বাসও দেন রাজা। আর এদিন রাজার এই অভিনবত্ব কর্মকাণ্ড সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ” গত পঞ্চায়েত নির্বাচনে বাসন্তীর মানুষ আমাদের দুহাত ভোরে আশীর্বাদ করেছেন। যার ফলে আমরা সমস্ত পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গঠন করেছি। আর আমরা চাইতে না চাইতে মানুষ আমাদের যেভাবে আশীর্বাদ করেছে তার ফল স্বরূপ এবার আমাদের পালা মানুষ কে তাদের বিশ্বাস অনুযায়ী কাজ করা করা। সেই সঙ্গে আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রীর তথা রাজ্য সরকারের নানান জনমুখী, উন্নয়নশীল প্রকল্প গুলি ঠিক ঠাক ভাবে এই মানুষ গুলির কাছে পৌঁছাচ্ছে কিনা সেদিকে নজর দেওয়া সেই সঙ্গে উন্নয়নের ধারা অব্যাহত রাখা এখন আমাদের প্রধান কাজ”।  আর এরকম গ্রামে গ্রামে পরিদর্শন আগামী দিনে বাসন্তীর প্রত্যেকটি গ্রামে হবে বলে জানান রাজা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন