বাসন্তীতে ভয়াবহ পথদুর্ঘটনা, গুরুত্বর আহত দুই
নুরসেলিম লস্কর : বাসন্তী বিশ্বকর্মা পূজা সেরে বাড়ি ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হলো বাসন্তীর সপ্তর্ষি গ্যাস এজেন্সির ডেলিভারি ম্যান হিরা দাস ও গৌর দাস। স্থানীয় সূত্রে জানা যায়,সপ্তর্ষি গ্যাস এজেন্সির এই দুই ডেলিভারি ম্যান তাদের নিজস্ব বাইকে চেপে পূজা সেরে বাড়ি ফেরার পথে বাসন্তীর পালবাড়ি বাজার সংলগ্ন এলাকায় ব্যাংকের একটি ATM ভ্যানের সাথে মুখমুখি সংঘর্ষ হয়।
তার পর দুর্ঘটনাস্থল থেকে স্থানীয়রা দুজন উদ্ধার করে প্রথমে বাসন্তী সাব-ডিভিশন হাসপাতালে নিয়ে যায়।
সেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর তাদের অবস্থার অবনতি হচ্ছে দেখে আহত দুইজন কে ক্যানিং মহাকুমা হসপিটালে স্থানান্তরিত করেন। বর্তমানে ক্যানিং মহাকুমা হাসপাতালে আশঙ্কা জনক অবস্থায় ভর্তি রয়েছেন বাসন্তীর চোরাডাকাতিয়া গ্রামের বাসিন্দা হিরা দাস (৩৮) ও বাসন্তীর উত্তর সোনাখালীর বাসিন্দা গৌর দাস (৩৫)।
এদিনের এই দুর্ঘটনা সম্পর্কে জানতে চাইলে আহত হিরা দাসের ভাই শ্রীমন্ত দাস বলেন, ” আজ দুপুরে বাসন্তীর সপ্তর্ষি গ্যাস এজেন্সির বটতলার গোডাউনে বিশ্বকর্মা পূজা সেরে বাড়ি ফেরার পথে বাসন্তী হাইওয়ের পালবাড়ি বাজারে ব্যাংকের একটি গাড়ির সাথে দুর্ঘটনা ঘটে আমার দাদার বাইকের । এই দুর্ঘটনায় আমার দাদা সহ ওঁর একসঙ্গীও আহত হয়েছে এই দুর্ঘটনায়। এই খবর আমরা যখন পায় তখন দাদাদের কে বাসন্তী হাসপাতাল নিয়ে গিয়েছে পালবাড়ির স্থানীয় মানুষজন। সেখানে ডাক্তার বাবুরা দাদাদের দুজন কে প্রাথমিক চিকিৎসার পর আবার ক্যানিং মহাকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন। সেখানে বর্তমানে ভর্তি আছেন।