নুরসেলিম লস্কর,বাসন্তী: রবিবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে দুই মহিলা খুনের ঘটনায় তিন জনকে গ্রেফতার করলো বাসন্তী থানার পুলিশ। প্রসঙ্গত,গত মঙ্গলবার বাসন্তী থেকে একই দিনে মাত্র কয়েক কিলোমিটারের মধ্যে থেকেই উদ্ধার হয় দুই অজ্ঞাত পরিচয় মহিলার দেহ। প্রথম দেহ টি বাসন্তীর ভরতগড় পঞ্চায়েতের শঙ্কর মোড় এলাকা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় খালে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। সেই খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে দেহটিকে উদ্ধার করে বাসন্তী থানার পুলিশ। এবং ওপর দেহ টি বাসন্তীর শংকর মোড় থেকে কয়েক কিলোমিটার দূরে বাসন্তীর ঝড়খালি কোস্টাল থানার অন্তগত হিরণ্ময়পুর এলাকার জলদান মোড় এলাকা এক পুকুর থেকে উদ্ধার করে ঝড়খালি থানার পুলিশ। আর মহিলার দুটির দেহে একাধিক আঘাতের চিহ্ন থাকায় দেহ দুটি কে ময়নাতদন্তে পাঠিয়ে কে বা কারা এই ঘটনায় জড়িত সে বিষয়ে তদন্ত শুরু করেছিল বাসন্তী থানা এবং ঝড়খালি কোস্টাল থানার পুলিশ। আর রবিবার এই তদন্তে বড়ো সড়ো সাফল্য পেল বাসন্তী থানার পুলিশ। কারণ, এই একই দিনে জোড়া খুনের ঘটনায় বাসন্তীর পাঠানখালির রবিন রুইদাস,জীবনতলা এলাকার মিজানুর এবং বারুইপুর এলাকার রাহিদুল নামের তিন যুবক কে গ্রেফতার করে বাসন্তী থানার পুলিশ।
আর এবিষয়ে ক্যানিংয়ের SDPO দিবাকর দাস বলেন, ” গত ১৬.১০.২০২৩ তারিখে আমরা বাসন্তী থানা এলাকা এবং ঝড়খালি কোস্টাল থানা এলাকা থেকে দুই মহিলার দেহ উদ্ধার করি তখন ঐ দুই মহিলার পরিচয় আজ্ঞাত ছিল কিন্তূ পরে আমরা ঐ দুই মহিলার পরিচয় জানতে পারি। ঐ দুই মহিলার নাম খুসবু সিং এবং রুমা হালদার। আর সেই তদন্তের চার দিনের মধ্যেই আমরা এই খুনের ঘটনায় তিনজন কে গ্রেফতার করেছি। আর এই তিন জনকে আমরা এখন কোর্টে প্রোডিউস করবো এবং পুলিশ কাস্টারিতে নেওয়ার জন্য আবেদন করবো। আর কাস্টারিতে নেওয়ার পর পরবর্তীতে তদন্ত শুরু করবো।