বাসন্তীতে আয়োজিত হলো ৮ দলের ক্রিকেট টুর্নামেন্ট।

বাসন্তীতে আয়োজিত হলো ৮ দলের ক্রিকেট টুর্নামেন্ট

পলাশ তরফদার, বাসন্তী : শীতের মরশুমের শুরু থেকেই জেলা জুড়ে শুরু হয়েছে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। আর রবিবার সেই ধারা কে অব্যাহত রেখে প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তীর মসজিদবাটীতে অনুষ্ঠিত হলো ৮ দলের ক্রিকেট প্রতিযোগিতা। আর মসজিদবাটী সায়েন্স সিটি অফ রুরাল ওয়েলফেয়ার সোসাইটির আয়োজিত এদিনের এই ক্রিকেট প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্তের ৮টি ক্রিকেট দল অংশগ্রহণ করে আর মসজিদবাটী হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় সুভাষগ্রাম তরুণ সংঘ ও বিধান নগর ডেড বডি সংঘ।

আর ফাইনালে তুল্যমূল্য লড়াইয়ের পর বিধান নগর ডেড বডি সংঘ কে ফাইনালে পরাজিত করে এই ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় সুভাষগ্রাম তরুণ সংঘ। আর ছুটির দিনে মসজিদবাটী সায়েন্স সিটি অফ রুরাল ওয়েলফেয়ার সোসাইটির আয়োজিত এদিনের এই ক্রিকেট প্রতিযোগিতা দেখতে খেলার মাঠে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। খেলা শেষে উদ্যোক্তাদের তরফে চ্যাম্পিয়ন সুভাষগ্রাম তরুণ সংঘের অধিনায়কের হাতে নগদ চল্লিশ হাজার টাকা সহ স্বর্গীয় সুভাষ পুরকায়স্থ স্মৃতি ট্রফি ও রানার্স দল বিধান নগর ডেড বডি সংঘের অধিনায়কের হাতে নগদ ত্রিশ হাজার টাকা সহ স্বর্গীয় কনক নস্কর স্মৃতি ট্রফি তুলে দেওয়া হয়। আর এদিনের এই ক্রিকেট টুর্নামেন্টে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাসন্তী থানার ভারপ্রাপ্ত আই.সি, দূর্গাপ্রসাদ মজুমদার, দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের সদস্যা, শংঙ্করী মন্ডল, মসজিদবাটী গ্রাম পঞ্চায়েতের প্রধান, গৌর মন্ডল ও উপ-প্রধান,সুলতা মন্ডল সহ বিশিষ্ট সমাজসেবী প্রতাপ নস্কর, রাজু সোহেল,গোপাল দাসরা।

আর এদিনের এই ক্রিকেট টুর্নামেন্ট সম্পর্কে মসজিদবাটী সায়েন্স সিটি অফ রুরাল ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি কবীর বেগ বলেন, “আমরা প্রতিবছর এই ক্রিকেট টুর্নামেন্টটি আয়োজন করি। সারা বছর গ্রামের মানুষ সবাই বিভিন্ন কাজে ব্যাস্ত থাকে, কিন্তূ এই দিনে সবাই সবার কাজ কর্ম ছুটি রেখে একটা দিন আনন্দ করে মাঠে এসে খেলা দেখে। তাই এই ক্রিকেট টুর্নামেন্টটি শুধু খেলা হিসাবে সীমাবদ্ধ নেই এই টুর্নামেন্টটি মসজিদবাটী গ্রামের মানুষের কাছে একদিনের উৎসব।”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন