নেহরু যুব কেন্দ্রের আয়োজনে পালিত হলো বিবেকানন্দের জন্ম দিবস
নিজস্ব প্রতিনিধিঃ বারুইপুর নেহেরু যুব কেন্দ্র ডেপুটি ডিরেক্টর ডক্টর ও উত্তর কলকাতার নেহরু যুব কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক ডক্টর রজত শুভ্র নস্করের তত্ত্বাবধানে উত্তর কলকাতায় স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। উত্তর কলকাতায় আয়োজিত এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাশিপুর বিধানসভার এম এল এ কমলাকান্তি হাসদা। সেই সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী এবং সাংবাদিক বিবেক দাস।
অনুষ্ঠানের শুরুতেই পতাকা উত্তোলন করেন এমএলএ কমলাকান্তি হাসদা, সেই সঙ্গে তাকে সাদরে বরণ করার সাথে সাথে স্বাগত ভাষণ দেন তিনি।এরপর একটি বড় জায়েন্স স্কিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ সম্প্রচারিত হয়। সেই সঙ্গে রোড সেফটি ও অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে। বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রায় আড়াইশো থেকে 300 দর্শক ও শ্রোতাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। সংস্কৃতি অনুষ্ঠানে সকলের মন কাড়ে বারুইপুর এবং উত্তর কলকাতার যৌথ ডেপুটি ডিরেক্টর ডক্টর রজত শুভ্র নস্করের গাওয়া গান ভারত মাতার বন্দনায় বিশেষভাবে অনুষ্ঠানে প্রাণ সঞ্চারিত হয়।
এ পি এস শিলাজিৎ বিশ্বাস এবং অন্যান্য ন্যাশনাল ইয়ুথ ভলেন্টিয়ার এর সক্রিয় প্রচেষ্টায় এই অনুষ্ঠানটি আরো প্রাণবন্ত হয়ে ওঠে।
এরপর এনওয়াইকে উত্তর কলকাতা থেকে রওনা দেয় শুধু রিমোট পস্টাল এরিয়া বাসন্তী ব্লকের অন্তর্গত জয় গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্রে। ওই অর্গানাইজেশন এর কর্ণধার বিশ্বজিৎ মহাকুর সহযোগিতায় এবং বিশিষ্ট সমাজসেবী কামিনী কুমার গুছাইত,আসিস রায়, উৎপল নস্কর,বিকাশ সরদার, আশিস সাফুই,সুমন সরদার,মিন্টু গায়েন, বিবেক দাস এবং ট্রাফিক পুলিশ অফিসার রঞ্জিত মুখার্জি, মিন্টু পাত্র, মন্টু হালদার তরুণ মাইতি এবং আরো অনেকের উপস্থিতিতে সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিশেষভাবে অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রীর ভাষণ বিকশিত ভারত। এলাকার মানুষের কাছে এই অনুষ্ঠান অনুপ্রেরণার আশার আলো দেখাচ্ছে। সর্বোপরি এনওআই ভি সমরেশ রাউত,রূপম সর্দার, প্রাক্তন এন ওয়াই ভি রিমি মজুমদার ও সার্থকি মিস্ত্রির অবদান ছিল অনস্বীকার্য।সর্বোপরি এই অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন উত্তর কলকাতা এবং বারুইপুর নেহেরু যুব কেন্দ্রের ডেপুটি ডিরেক্টর রাজত শুভ্র নস্কর।