তীব্র গরমে বাসন্তীতে মানবিক উদ্যোগ মাদ্রাসার ছাত্রদের!
নুরসেলিম লস্কর, বাসন্তী : তীব্র গরমে পুড়ছে সমগ্র বাংলা । গত কয়েক দিনে ব্যাপক হারে বেড়েছে তাপমাত্রা। দাবদাহের হাত থেকে রেহাই নেই প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তী, ক্যানিং কিংবা গোসাবার মতো ব্লকের বাসিন্দাদের। ইতিমধ্যেই এই সুন্দরবনের তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরিয়েছে। সেই সঙ্গে প্রতিদিন ক্রমাগত বেড়েই চলেছে তাপমাত্রা। বর্তমানে বাসন্তী, ক্যানিং সহ গোসাবার তাপমাত্রা প্রায় ৪২ ডিগ্রির আশেপাশে। নাজেহাল অবস্থা পথ চলতি সাধারণ মানুষ থেকে প্রায় প্রত্যেকের। এইমত অবস্থায় প্রখর গরমের মধ্যে মানবিক কর্মসূচি পালন করতে দেখা গেল বাসন্তী ব্লকের কলতলা বাজার সংলগ্ন ‘নাছরুল উলুম সিদ্দিকীয়া কোরানিয়া হাফিজিয়া মাদ্রাসার’ ছাত্রদের।
বৃহস্পতিবার সকাল থেকেই তাদেরকে দেখা গেল পথ চলতি যাত্রীদের থেকে শুরু করে গাড়ির চালকদের কে দাঁড় করিয়ে করিয়ে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে ঠান্ডা পানীয়। আর মাদ্রাসার ছাত্রদের এই কর্মকান্ড আগামী এক সপ্তাহ ধরে চলবে বলে জানিয়েছেন তারা। আর এই তীব্র অস্বস্তিকর গরমের মধ্যে, ঠান্ডা পানীয় পেয়ে অত্যন্ত খুশি সাধারণ পথ চলতি যাত্রীরা থেকে গাড়ির চালকরা । আর নাছরুল উলুম সিদ্দিকীয়া কোরানিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রাক্তন ছাত্র ও বর্তমান ছাত্রদের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের প্রত্যেকে স্তরের মানুষরা ।