গুরুজন প্রণাম ও পরিবেশ সচেতনতার বার্তা দিয়ে বর্ষ বরণ বাসন্তীতে !

গুরুজন প্রণাম ও পরিবেশ সচেতনতার বার্তা দিয়ে বর্ষ বরণ বাসন্তীতে !

নুরসেলিম লস্কর, বাসন্তী : আজ ১৪ এপ্রিল, বাংলা নববর্ষের প্রথম দিন। বৈশাখ আর বাঙালি মিলেমিশে একাকার বাংলায়। তাই পহেলা বৈশাখ নিয়ে উচ্ছ্বাসের যেন শেষ নেই বাঙালির। শোভাযাত্রা, আলোচনা সভা, বৈশাখী মেলা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে মধ্য দিয়ে সারা দেশে বাংলা নববর্ষ উদ্‌যাপিত হচ্ছে যখন ঠিক তখনই যেন, প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তী ব্লকের আমঝাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার শিকারী পাড়া গ্রামে একদম বাঙ্গালীআনা ভাবে নতুন বছর কে বরণ করে নিতে দেখা গেল ঐ গ্রামের বাসিন্দাদের।


বাঙ্গালীদের সবচেয়ে বড়ো গুন হলো গুরুজনদের শ্রদ্ধা, সন্মান ও ভালোবাসা। আর রবিবার বর্ষ বরণেও এই দৃশ্য আরো একবার ফুঁটে উঠলো আমঝাড়ার শিকারী পাড়া গ্রামে। নতুন বছরের সূচনা লগ্নে দেখা গেল গুরুজনদের পায়ে নিম, হলুদ লাগিয়ে দিয়ে তাঁদের থেকে আশীর্বাদ নিয়ে নতুন বছর কে স্বাগত জানাতে। সেই সঙ্গে এদিন ঐ গ্রামের মহিলারা থেকে শুরু করে বাড়ির পুরুষ সদস্যরা ও শিশুরা বর্ষ বরণের মুহূর্তে গ্রামের মানুষদের কে পরিবেশ সম্পর্কে বিভিন্ন সচেতনতার বার্তা দিতে পোস্টারিং থেকে শুরু জল বাঁচাও, গাছ লাগাও-প্রাণ বাঁচাও এর মতো বিভিন্ন বার্তা লেখা প্ল্যাকার্ড হাতে একটি ছোট পথ সভাও করেন গ্রামে। আর শিকারী পাড়া গ্রামের এই অভিনব বর্ষ বরণ অনুষ্ঠানে গ্রামবাসীদের সাথে সর্বক্ষণ উপস্থিত ছিলেন সুন্দরবনের বিশিষ্ট কবি তথা সমাজসেবী ফারুক আহমেদ সরদার।


 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন