বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবারঃ আর মাত্র কয়েকটা দিন তার পর সপ্তম দফা অর্থাৎ শেষ দফা নির্বাচন,তার আগে মথুরাপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী অধ্যাপক অজয় কুমার দাস এর সমর্থনে কৃষ্ণচন্দ্রপুরে জনসভায় উপস্থিত আই এস এফ চেয়ার ম্যান , তথা ভাঙ্গরের বিধায়ক নওশাদ সিদ্দিকী। বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি জানান আমাদের লড়াই, মানুষের অধিকার ফিরে পাবার লড়াই। আমাদের লড়াই, মানুষের অস্তিত্ব রক্ষার লড়াই। এই লড়াই হিন্দু-মুসলমানের নয়। চলতি লোকসভা নির্বাচনে তাই এই অধিকার রক্ষার লড়াইকে শক্তিশালী করতে এবং পিছিয়ে পড়া দলিত ও আদিবাসীদের কষ্টের কথা পার্লামেন্টে তুলে ধরতে চুপচাপ খাম চিহ্নে বোতাম টিপে সংসদে পাঠাতে হবে আই এস এফ প্রার্থীদের। এইভাবেই নওসাদ সিদ্দিকী তিনি প্রতিটি জনসভায় ও মিছিল থেকে তাঁর জনসভাগুলোতে সুস্পষ্টভাবে দলের এই বার্তা মানুষকে দিয়ে যাচ্ছেন। মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত দুটি স্থানে, মথুরাপুর কৃষ্ণচন্দ্রপুর ও উত্তর কুসুম কারবালায় আজ জনসভাগুলো হয়েছে।
প্রতিটা জনসভায় সাধারন মানুষের ভিড় উপচে পড়ছে। এই জনসভাগুলোতে আইএসএফ চেয়ারম্যান তথা রাজ্য বিধানসভার সদস্য নওসাদ সিদ্দিকী বলেন ভোটের দিন যত এগিয়ে আসছে, আইএসএফ এর পতাকা তুলে সাধারণ মানুষের আগমন ততই বেড়ে চলেছে এবং আইএসএফের ওপর মানুষের আস্থা বাড়ছে। এই দল হয়ে উঠছে মানুষের ভরসাস্থল। ফ্যাসিবাদী বিজেপি, আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আপসহীন লড়াইয়ে রাস্তায় আইএসএফ। যেখানে শাসকের অত্যাচার, অবিচার সেখানেই আইএসএফ। এখানে উপস্তিত ছিলেন মগরাহাট পশ্চিমের সকল আই এস এফ এর নেতৃত্ব প্রমুখ। দলীয় সূত্রে যেমনটা জানা গেছে এই লোকসভা নির্বাচনের আজই আই এস এফ এর এটাই মথুরাপুরের এবছরের শেষ জনসভা ও প্রচার।