বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার: বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে এবং মুমূর্ষ রুগীদের প্রাণ বাঁচাতে রক্তদান শিবির এর পাশাপাশি বিনা মূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির ও একই সঙ্গে পরিবেশ দূষণ মুক্ত করতে বৃক্ষ রোপন এর আয়োজন করেন পশ্চিম বঙ্গ ফ্রাটার নিটি মুভমেন্ট।
এদিন ঘোলা নোয়া পাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় এক শতাধিক পুরুষ ও মহিলা রা স্বে চ্ছায় রক্তদান করে। রক্তদান শিবির এর শুরুতে বিশিষ্ঠ ব্যক্তিবর্গ দের কে সংবর্ধনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয় এবং বৃক্ষ রোপন এর মধ্যে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এখানে উপস্তিত ছিলেন মনোয়ার হোসেন ফ্রাটার নিটি মুভমেন্ট পশ্চিম বঙ্গ রাজ্য সাধারণ সম্পাদক, শিক্ষক আবদুল আলীম গাজী, শিক্ষারত্ন প্রাক্তন শিক্ষাবিদ আব্দুল হাসেম লস্কর,আরমান আলী ফ্রাটার নিটি মুভমেন্ট পশ্চিম বঙ্গ রাজ্য প্রেসিডেন্ট ,বিশিষ্ঠ রক্তদাতা সুকান্ত সরদার, উস্থী প্যারামাউন্ট ইংলিশ মিডিয়াম স্কুলের প্রিন্সিপাল সাজিয়া আদনান,কোরবান আলী লস্কর,রফিকুল ইসলাম সহ অন্যান্য অতিথি বৃন্দ প্রমুখ। যারা স্বেচ্ছায় ও বিনা মূল্যে রক্তদান করে লাখ লাখ মানুষের প্রাণ বাঁচাচ্ছেন তাদের সহ সাধারণ জনগণকে রক্তদানে উৎসাহিত করার ই এই দিবসের উদ্দেশ্য।