ভোট পরবর্তী হিংসা ও এলাকায় অপ্রীতিকর ঘটনা বন্ধ করতে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ

বাইজিদ মণ্ডল ,রায়দিঘি: লোকসভা ভোটের শেষে বারবার উত্তপ্ত হয়ে উঠেছে বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনার সন্দেশখালি, ভাঙড়, কুলতলির মতো একাধিক এলাকা। ভোটপরবর্তী সময়ে ও এখনো সেই একই চিত্র দেখা যাচ্ছে বেশ কিছু এলাকায়। এর মধ্যে যেমন পশ্চিমবঙ্গে শাসকদল ও বিরোধীদের মধ্যে সংঘর্ষের ঘটনা রয়েছে । রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ উঠে এসেছে একাধিক স্থান থেকে । মারামারি,ভয় দেখানো, বোমাবাজি এমনকি হত্যার অভিযোগও রয়েছে তালিকায়। এই পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার মেয়াদ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আগামী ১৯শে জুন পর্যন্ত মোট ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলে জানা যায় বিভিন্ন জেলায়।


এদিকে ভোট পরবর্তী হিংসা ও এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা যেনো না ঘটে সেই কারণে আজ রায়দিঘি থানার আইসি দেবর্ষি সিনহার উদ্যোগে রায়দিঘির বিভিন্ন এলাকায় চলছে কেন্দ্র বাহিনীর রুটমার্চ। সূত্রে জানা যায় লোকসভা নির্বাচনে বিশ্ব রেকর্ড গড়েছে ভারত। মোট প্রায় ৬৪.২ কোটি ভোটার ভোট দিয়েছেন। নির্বাচন কমিশনার তিনি জানিয়ে ছিলেন গতবারের তুলনায় এবার পুনর্নির্বাচনের সংখ্যা অনেক কম।২০১৯-এর লোকসভা নির্বাচনে যেখানে ৫৪০টি পুনর্নির্বাচন হয়েছিল, এবার সেখানে মাত্র ৩৯টি পুনর্নির্বাচন হয়েছে। এই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গে দু’টি লোকসভা কেন্দ্র- বারাসাত এবং মথুরাপুরের দুটি বুথে। নির্বাচন কমিশনার তিনি এও বলেছেন পশ্চিম বঙ্গে মানুষ বুলেটের পরিবর্তে ব্যালটে জবাব দিয়েছে। তবে তিনি আশ্বাস দিয়েছিলেন শান্তি বজায় রাখতে উত্তরপ্রদেশ, মনিপুর, পশ্চিম বঙ্গসহ একাধিক রাজ্যে আপাতত কেন্দ্রীয় বাহিনী থাকবে। এলাকায় কেন্দ্র বাহিনীর রুটমার্চ দেখে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস পাচ্ছে এলাকাবাসি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন