আন্তর্জাতিক বাঘ-দিবস উদ্‌যাপন

পলাশ তরফদার , বাসন্তী: দক্ষিন ২৪ পরগণা গোসাবার বালি দ্বীপে পালিত হল আন্তর্জাতিক বাঘ দিবস উদ্‌যাপন। সুন্দরবনের বালি দ্বীপে জঙ্গল ও নদী সংলগ্ন এলাকা মথুরাখন্ড গ্রামে এদিন প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশিষ্ট শিক্ষক অমল নায়েক।চম্পা মহিলা সোসাইটির উদ্যোগে এদিনের অনুষ্ঠানে বাঘ ও সুন্দরবনের উপর অঙ্কন প্রতিযোগিতা, বাঘ বাচানোর আবেদনে শোভাযাত্রা, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এলাকার ছাত্র ছাত্রী, মৎস্যজীবী, মৌলে, সাধারণ মানুষ অংশগ্রহন করেন।

অমল বাবু জানান ” পৃথিবী বিখ্যাত সুন্দরবনের রয়‍্যাল বেঙ্গল টাইগার আজ জলবায়ু পরিবর্তন জনিত কারণে বাদাবন ধ্বংস ও জলের লবনাক্ততা বৃদ্ধি সহ নানা কারনে সুন্দরবন বিপন্ন। বাঘ না বাঁচালে সুন্দরবন বাঁচবেনা।

মানুষই পারে বাঘকে বিপন্নতার হাত থেকে বাঁচাতে। বাঘকে বিরক্ত না করে কিভাবে জঙ্গল জীবীরা মাছ, কাঁড়া ধরবেন।” এছাড়াও কিভাবে ভাবে নিরাপদে মধু সংগ্রহ করবেন- সে বিষয়েও বিকল্প অমল বাবু আলোচনা করেন। বিকল্প রোজগারের দিক নির্দেশ করেন যাতে জঙ্গল নির্ভরতা কমে। বাঘ-বিধবা মহিলারা ,সাধারণ মানুষ সহ ছাত্র- ছাত্রীরা বাঘ-বাঁচানোর জন্য শপথ বাক্য পাঠ করেন। এদিনের এই অনুষ্ঠান এলাকায় ব্যাপক সাড়া ফেলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন