সুন্দরবনে ইসলামিক শিক্ষার আলো ছড়িয়ে দিতে "কোরান শরীফ" বিতরণ!

 

নুরসেলিম লস্কর, বাসন্তী : দ্বীন শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে শুক্রবার সকালে দক্ষিণ ২৪ পারগনার বাসন্তীর সুন্দরবন জামিয়া জাকারিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পবিত্র কোরআন শরীফ বিতরণ করলেন সুন্দরবনের বিশিষ্ট কবি তথা সমাজসেবী ফারুক আহমেদ সরদার।আর এদিন পবিত্র কোরান শরীফ বিতরণ করার পাশাপাশি মাদ্রাসার চারি পাশে মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বৃক্ষ রোপন কর্মসূচি পালন ও সকল প্রকার ফেতনা-ফাসাদ থেকে সমাজ কে মুক্তিকরা সহ দেশ এবং জাতির কল্যাণের জন্য ঐ মাদ্রাসায় এদিন এক দোয়া ও মোনাজাতের মহাফিল করা হয়। আর এই দোয়া ও মোনাজাতের মহাফিল পরিচালনা করেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা তথা বিশিষ্ট সমাজ সেবী মাওলানা আনোয়ার হোসেন কাসেমি।


আর এদিনের এই অভিনব কর্মসূচি সম্পর্কে সুন্দরবনের কবি তথা বিশিষ্ট সমাজসেবী ফারুক আহমেদ সরদারের কাছে জানতে চাইলে তিনি জানান যে, ” এই মাদ্রাসায় যে অসহায়, দরিদ্র ছোট ছোট শিশুরা পড়াশোনা করছে তারা এখানে থেকে স্কুলে গিয়ে পড়াশোনা করার পাশাপাশি ইসলাম শিক্ষার জন্যে কোরানও পড়ছে তাই আমি আজ কিছু কোরান শরীফ ও কোরান শরীফ পড়ার আগে পড়তে হয় বা জানতে হয় নূরানী কায়দা তাই কিছু নূরানী কায়দা ও ইসলামিক টুপি তুলে দিলাম এই মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে সেই সঙ্গে মাদ্রাসার চারি পাশ পরিবেশ বান্ধব করে তুলতে আমরা আজ কিছু বৃক্ষ রোপনও করলাম এখানে ‘।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন