নুরসেলিম লস্কর, বাসন্তী : ঝালাইয়ের কারবাইট সিলিন্ডার বিষ্ফোরণে গুরুতর জখম হলেন চার ব্যক্তি। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার অন্তর্গত সোনাখালি ব্রীজ রোড এলাকায়।আশাঙ্কাজনক অবস্থায় এক ব্যক্তি স্থানান্তরিত করতে হলো কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,সোনাখালি ব্রীজ রোড সংলগ্ন এলাকায় একটি ঝালাই দোকানে বসে গল্প করছিলেন বাসন্তীর ভাঙ্গনখালি বাসিন্দা পেশায় আটো চালক মোক্তার মীর সহ আরো তিন জন । সেখানে সাইকেল,ভ্যান,টোটো গাড়ি সহ বিভিন্ন গাড়ির ঝালাইয়ের কাজ করা হতো। এদিন দুপুরে সেরকম একটি গাড়িতে ঝালাই করছিলেন দোকানদার! সেই সময়ে হঠাৎ আচমকা বিকট আওয়াজে বিষ্ফোরণ হয় ঝালাই মেশিনের কারবাইট সিলিন্ডারে। গুরুতর জখম হয় ঐ আটো চালক সহ দোকানে থাকা আরো তিন জন ব্যক্তি। এই ঘটনার শব্দ শুনে স্থানীয়রা এসে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে আহতদের প্রাথমিক চিকিৎসার পর মোক্তার মীরের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক হলে তাঁকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করেন ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসকরা।