নুরসেলিম লস্কর,বাসন্তী – শুক্রবার সমগ্র রাজ্য জুড়ে একযোগে পালিত হলো বিশ্ব আদিবাসী দিবস। আর বিশ্ব আদিবাসী দিবস পালনে সমগ্র রাজ্যের পাশাপাশি পিছিয়ে নেই প্রত্যন্ত সুন্দরবনও! এদিন এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাজ্য সরকারের নির্দেশ মতো দক্ষিণ ২৪ পরগণা জেলা প্রশাসনের উদ্যোগে বাসন্তী বিডিও অফিস প্রাঙ্গনে কয়েক হাজার আদিবাসী সম্প্রদায়ের মানুষদের নিয়ে পালিত হলো ‘বিশ্ব আদিবাসি দিবস’।
এদিন প্রদীপ প্রজ্জ্বোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করার পাশাপাশি আদিবাসী নাচ, গান, আবৃত্তি পরিবেশিত হয়। এছাড়াও অনুষ্ঠান মঞ্চ থেকে আদিবাসী শিল্পীদের ধামসা, মাদল, ও শংসাপত্র প্রদান করা হয়।সেই সঙ্গে এদিনের এই অনুষ্ঠান মঞ্চ থেকে ভার্চুয়ালি ঝাড়গ্রাম থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বক্তব্যও শোনানোর ব্যবস্থাও করা হয়। আর মুখ্যমন্ত্রীর এই ভার্চুয়ালি উপস্থিতির পাশাপাশি বাসন্তীর এই বিশ্ব আদিবাসী দিবস উৎযাপন অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পারগাণা জেলার জেলা সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল, বাসন্তীর বিধায়ক শ্যামল মন্ডল,ক্যানিং মহকুমা শাসক প্রতীক সিং,বাসন্তী ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জীব সরকার,বাসন্তী পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয়াঙ্কা মন্ডল,শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষক নিমাই মালি,অতিরিক্ত জেলা শাসক( সাধারণ), সমাজসেবী আব্দুল মান্নান গাজী, রাজা গাজী সহ অন্যান্য বিশিষ্টরা।